রাজবাড়িতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)জন্মদিন পালিত
- আপডেট টাইম : ০৩:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৩১৬ ৫০০০.০ বার পাঠক
রাজবাড়ী ২৮ কলোনি জামে মসজিদের আয়োজনে। প্রিয় নবী হযরত মুহাম্মদ( সাঃ) এর জন্মদিন পালিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২৮ কলোনি জামে মসজিদের ইমাম সেলিম উদ্দিন দেওয়ান, এক নম্বর ওয়ার্ড কাউন্সিলার আব্দুর রব বিশ্বাস, নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলার তৌহিদুল ইসলাম তুহিন,বিশিষ্ট সমাজসেবক খোকন কাদেরী, মোঃ কবির, মাসুদ পারভেজ আজাদ, নাঈম ফকির, রবিন মোল্লা, মোঃ আফজাল, শিমুল পারভেজ টিটুল,এবং রাজবাড়ীর অনেক গণ্যমান্য ব্যক্তি। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন উপলক্ষে আসর নামাজের পরে রাজবাড়ী ২৮ কলোনি জামে মসজিদ থেকে আনন্দ মিছিল বের হয় এবং আনন্দ মিছিলে অনেক মানুষ অংশগ্রহণ করেন। আনন্দ মিছিল ডায়াবেটিস মোড়, ভাজন চালা, কাপড় বাজার, রাজবাড়ী রেলগেট হয়ে ২৮ কলোনি জামে মসজিদে এসে শেষ হয়। এবং এশার নামাজের পরে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বিশেষ দোয়া পরিচালনা করেন, ২৮ কলোনি জামে মসজিদের ইমাম মোহাম্মদ সেলিম উদ্দিন দেওয়ান। বিশেষ দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।