মোংলায় এতিম শিশুদের সঙ্গে দুপুরের খাবার খেলেন মোংলা – রামপালের নমিনেশন প্রত্যাশী আলহাজ্ব ইদ্রিস আলী ইজারদার

- আপডেট টাইম : ০২:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৩৭ ১৫০০০.০ বার পাঠক
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ শে সেপ্টেম্বর ২০২৩) ইং তারিখে দুপুরে মোংলা সিগনাল টাওয়ার জোরিনা কুলসুম মাদ্রাসায় কুরআন খতম ও এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে এতিমখানার শিশুদের সঙ্গে দুপুরের খাবার খেলেন মোংলা – রামপালের নমিনেশন প্রত্যাশী আলহাজ্ব ইদ্রিস আলী ইজারদার।
এ সময় উপস্থিত ছিলেন, আবদুল মালেক এর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী, ঠিকাদার মো: আল আমিন। এ সময় আলহাজ্ব ইদ্রিস আলী ইজারাদারের কাছে জানতে চাইলে তিনি জানান, শুধু এ এতিমখানা নয় আরও কয়েকটি এতিমখানার দেখাশোনা আমি করি। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোংলা ও রামপালের জনসাধারণের মাঝে সরকারের যে সব গণমুখী উন্নয়ন সম্পন্ন হয়েছে তার ফিরিস্তি তু্লে ধরে আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু, সারাদেশে বিদ্যুৎ সংযোগ স্থাপন, গ্রামীন রাস্তাঘাট নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করে তা বাস্তবায়ন করছেন সরকার। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান।
আগামীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগীতা কামনা করেন। পরে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী ও প্রধান মন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ অনুষ্ঠান সমাপ্ত করা হয়।