ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

জশনে জুলুশ ঈদে মিলাদুন্নাবি

এশকে ঈমান দরবার শরিফের উদ্যোগে পুরান ঢাকার সাতরওজার চৌরাস্তার মোড় থেকে বৃহস্পতিবার সকাল দশটায় “জশনে জুলুশ ঈদে আজম ঈদে মিলাদুন্নবির” শোভাযাত্রাটি শুরু হয়েছে। জশনে জুলুশ ঈদে আজম ঈদে মিলাদুন্নাবির শোভাযাত্রাটি নাজিরা বাজার আলু বাজার হয়ে গোলাপ শাহার মাজার শরিফে গিয়ে পৌঁছে। অতঃপর জিরো পয়েন্ট সচিবালয় হয়ে, হাইকোর্ট মাজার, ঢাবির ভিতর দিয়ে, ঢাকা মেডিকেলের সামনে দিয়ে, চাংখারপোল- মাক্কুশাহ মাজার এবং জেলখানা রোড হয়ে আবার সাতরওজাতে পৌঁছে।

এতে প্রধান অতিথি হিসেবে বয়ান রাখেন এশকে ঈমান দরবার শরিফের প্রতিষ্ঠাতা ও পির সাহেব বান্দায়েরাসুল সাইফুল ইসলাম এশকে ঈমান সুন্নি আল কাদরি হজুর কেবলা।তিনি কুরআন হাদিসের ভিত্তিতে ঈদে মিলাদুন্নাবি জায়েজ ও দলিল প্রমাণ পেশ করেন। যারা ঈদে মিলাদুন্নাবিকে বিদাত বা মন্দ বলে, বিশেষ করে জামাত-শিবির ও ওহাবি-খারেজিদের বিরুদ্ধে হুংকার প্রদান করেন।
পরিশেষে, কেয়াম-মিলাদ-দোয়া এবং তোবারক ভিতরণের মাধ্যমে উক্ত জশনে জুলুশ মিলাদুন্নাবির শোভাযাত্রাটি পরিসমাপ্তি করেন।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জশনে জুলুশ ঈদে মিলাদুন্নাবি

আপডেট টাইম : ০২:০১:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

এশকে ঈমান দরবার শরিফের উদ্যোগে পুরান ঢাকার সাতরওজার চৌরাস্তার মোড় থেকে বৃহস্পতিবার সকাল দশটায় “জশনে জুলুশ ঈদে আজম ঈদে মিলাদুন্নবির” শোভাযাত্রাটি শুরু হয়েছে। জশনে জুলুশ ঈদে আজম ঈদে মিলাদুন্নাবির শোভাযাত্রাটি নাজিরা বাজার আলু বাজার হয়ে গোলাপ শাহার মাজার শরিফে গিয়ে পৌঁছে। অতঃপর জিরো পয়েন্ট সচিবালয় হয়ে, হাইকোর্ট মাজার, ঢাবির ভিতর দিয়ে, ঢাকা মেডিকেলের সামনে দিয়ে, চাংখারপোল- মাক্কুশাহ মাজার এবং জেলখানা রোড হয়ে আবার সাতরওজাতে পৌঁছে।

এতে প্রধান অতিথি হিসেবে বয়ান রাখেন এশকে ঈমান দরবার শরিফের প্রতিষ্ঠাতা ও পির সাহেব বান্দায়েরাসুল সাইফুল ইসলাম এশকে ঈমান সুন্নি আল কাদরি হজুর কেবলা।তিনি কুরআন হাদিসের ভিত্তিতে ঈদে মিলাদুন্নাবি জায়েজ ও দলিল প্রমাণ পেশ করেন। যারা ঈদে মিলাদুন্নাবিকে বিদাত বা মন্দ বলে, বিশেষ করে জামাত-শিবির ও ওহাবি-খারেজিদের বিরুদ্ধে হুংকার প্রদান করেন।
পরিশেষে, কেয়াম-মিলাদ-দোয়া এবং তোবারক ভিতরণের মাধ্যমে উক্ত জশনে জুলুশ মিলাদুন্নাবির শোভাযাত্রাটি পরিসমাপ্তি করেন।