ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন মদিনা প্যালেস নামের একটি ভবনের ৫ টি ফ্লাটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে নান্দাইল প্রেসক্লাবের ১৭তম দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রঞ্জু দুপুরে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ, পাকিস্তানের বাঁচা–মরার ম্যাচ পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য পুনরায় শুরু, ১৯৭১ সালের পর প্রথম খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি ২ মার্চ রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ৪৫ বছরের পুরানো এ প্রতিষ্ঠান নাম হলো আদর্শ স্কুল এন্ড কলেজ অথচ কলেজ শাখায় একজন ছাত্র/ছাত্রীও নেই মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এটিএম আজহারুলের মুক্তির দাবিতে গণঅবস্থানের ডাক জামায়াতের

আ’লীগ নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মা-মেয়েকে পেটানোর অভিযোগ

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১২:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • / ৭৯০ ৫০০০.০ বার পাঠক

বরগুনা প্রতিনিধি।।

বরগুনার বামনায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও মেয়েকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে রামনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম জমাদ্দার ও তার সহযোগীর বিরুদ্ধে।

গুরুতর আহত ওই নারীও তার মেয়েকে চিকিৎসা নিতে হাসপাতালে যেতেও বাধা দিয়েছেন অভিযুক্তরা। পরে ৯৯৯ নম্বরে কল করলে হামলার ৬ ঘণ্টা পরে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের কবল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

মারধরের শিকার ওই নারীরা হলেন, রামনা ইউনিয়নের উত্তর রামনা গ্রামের মৃত্যু ইউসুফ খানের স্ত্রী মনোয়ারা বেগম(৫৮) ও তার মেয়ে পারুল বেগম (৩৫)।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে একটি গোয়ালঘর উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের ওই প্রভাবশালী নেতা ও তার গাড়ী চালক তাদের উপর এ হামলা চালায়। পরে ওই দিন সন্ধ্যায় ৯৯৯ এ কল পেয়ে বামনা থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে বামনা হাসপাতালে ভর্তি করান।

আহতরা বর্তমানে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় এথন পর্যন্ত বামনা থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি হাবিবুর রহমান

গুরুতর আহত পারুল বেগম বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তিতে একটি গোয়ালঘর নির্মাণের সময় সাবেক চেয়ারম্যান নজরুল ও তার সহযোগী রাজু এসে বাধা দেয়। তাদের দাবী ওই সম্পত্তি তাদের। অথচ আমরা বিগত ৫০ বছর ধরে ওই সম্পত্তি ভোগদখল করে আসছি। রবিবার দুপুরে সাবেক চেয়ারম্যান ও তার গাড়ী চালক এসে এলাপাথাড়ি আমাদের পিটাতে থাকে। তাদের হামলায় আমার ও মায়ের মুখমণ্ডল ও বুকে প্রচণ্ড আঘাত পাই। আমরা হাসপাতালে আসতে চাইলেও দুই দুইবার তারা আমাদের গাড়ি থেকে টেনে হিচড়ে নামিয়ে দেয়। পরে ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা চাই। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করান। এসময় হাসপাতালে এসেও সাবেক ওই চেয়ারম্যান আমাদের হুমকি-ধামকি দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নজরুল ইসলাম জমাদ্দার ও তার সহযোগী রাজু জমাদ্দার এর আগে একাধিক হামলার ঘটনার সাথে জড়িত ছিলেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে জোর লবিং চালাচ্ছেন।

এব্যাপারে জানতে চাইলে নজরুল ইসলাম জমাদ্দার বলেন, ‘আমার সম্পত্তি দখল করে ওই নারীরা গোয়ালঘর তুলছে। আমি অনেক বার নিষেধ করলেও তারা তা ভ্রুক্ষেপ করেননি। তবে আমি তাদের ওপর কোন প্রকার হামলা করিনি। হয়তো দু-একটি ধাক্কা দিয়েছি।’

বামনা থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, ৯৯৯ এ কল পাওয়ার পরে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই মা-মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আ’লীগ নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মা-মেয়েকে পেটানোর অভিযোগ

আপডেট টাইম : ১২:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১

বরগুনা প্রতিনিধি।।

বরগুনার বামনায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও মেয়েকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে রামনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম জমাদ্দার ও তার সহযোগীর বিরুদ্ধে।

গুরুতর আহত ওই নারীও তার মেয়েকে চিকিৎসা নিতে হাসপাতালে যেতেও বাধা দিয়েছেন অভিযুক্তরা। পরে ৯৯৯ নম্বরে কল করলে হামলার ৬ ঘণ্টা পরে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের কবল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

মারধরের শিকার ওই নারীরা হলেন, রামনা ইউনিয়নের উত্তর রামনা গ্রামের মৃত্যু ইউসুফ খানের স্ত্রী মনোয়ারা বেগম(৫৮) ও তার মেয়ে পারুল বেগম (৩৫)।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে একটি গোয়ালঘর উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের ওই প্রভাবশালী নেতা ও তার গাড়ী চালক তাদের উপর এ হামলা চালায়। পরে ওই দিন সন্ধ্যায় ৯৯৯ এ কল পেয়ে বামনা থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে বামনা হাসপাতালে ভর্তি করান।

আহতরা বর্তমানে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় এথন পর্যন্ত বামনা থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি হাবিবুর রহমান

গুরুতর আহত পারুল বেগম বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তিতে একটি গোয়ালঘর নির্মাণের সময় সাবেক চেয়ারম্যান নজরুল ও তার সহযোগী রাজু এসে বাধা দেয়। তাদের দাবী ওই সম্পত্তি তাদের। অথচ আমরা বিগত ৫০ বছর ধরে ওই সম্পত্তি ভোগদখল করে আসছি। রবিবার দুপুরে সাবেক চেয়ারম্যান ও তার গাড়ী চালক এসে এলাপাথাড়ি আমাদের পিটাতে থাকে। তাদের হামলায় আমার ও মায়ের মুখমণ্ডল ও বুকে প্রচণ্ড আঘাত পাই। আমরা হাসপাতালে আসতে চাইলেও দুই দুইবার তারা আমাদের গাড়ি থেকে টেনে হিচড়ে নামিয়ে দেয়। পরে ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা চাই। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করান। এসময় হাসপাতালে এসেও সাবেক ওই চেয়ারম্যান আমাদের হুমকি-ধামকি দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নজরুল ইসলাম জমাদ্দার ও তার সহযোগী রাজু জমাদ্দার এর আগে একাধিক হামলার ঘটনার সাথে জড়িত ছিলেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে জোর লবিং চালাচ্ছেন।

এব্যাপারে জানতে চাইলে নজরুল ইসলাম জমাদ্দার বলেন, ‘আমার সম্পত্তি দখল করে ওই নারীরা গোয়ালঘর তুলছে। আমি অনেক বার নিষেধ করলেও তারা তা ভ্রুক্ষেপ করেননি। তবে আমি তাদের ওপর কোন প্রকার হামলা করিনি। হয়তো দু-একটি ধাক্কা দিয়েছি।’

বামনা থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, ৯৯৯ এ কল পাওয়ার পরে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই মা-মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।