স্মার্ট শিক্ষার্থীরা স্মার্ট দেশ গড়তে সহায়ক: উম্মে সালমা
- আপডেট টাইম : ০২:৪৫:৩৫ অপরাহ্ণ, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১০২ ৫০০০.০ বার পাঠক
ময়মনসিংহ জেলা পরিষদ উদ্যোগে কর্মমুখী বাস্তবধর্মী কম্পিউটার প্রশিক্ষণের কারিগরী এই শ্লোগানকে সামনে রেখে, ময়মনসিংহ কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নিতে মেধার সর্বোত্তম ব্যবহার করে নিজে সক্ষম হবে। পাশাপাশি সমাজের সেবায় নিয়োজিত থেকে রাষ্ট্রের সুনাগরিক হয়ে স্মার্ট বাংলাদেশের গড়তে কাজ করে যাবে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে ৮০ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান সভাপতির বক্তব্যে বলেন, জেলা পরিষদ দক্ষ নাগরিক গড়ে তুলতে সব সময় পাশে রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।