গাজীপুরের কাশিমপুর থানা’র ওসি রাফিউল করিম রাজনৈতিক ব্যানারের অনুমোদন ছাড়াই তার ছবি অনুমোদন বিহীন সাপ্তাহিক পত্রিকার অপসংবাদিক আমজাদ

- আপডেট টাইম : ০৫:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৫০ ৫০০০.০ বার পাঠক
সরেজমিনে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে সময়ের অনুসন্ধানে জানা যায় – বাংলাদেশের গাজীপুর জেলার কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফিউল করিম বাংলাদেশ পুলিশের আইন ভঙ্গ করে রাজনৈতিক প্রচার প্রচারনা চালাচ্ছে। সরকারী চাকুরী করা স্বত্বেও কোনো সরকারী ষ্ঠাফ সরকারী বা বিরোধী দলীয় কোন রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রমে অংশ গ্রহন করতে পারবে না, উক্ত আইন রয়েছে। সে আইন অমান্য করছে – ওসি রাফিউল করিম, সে সরকারী আইন ভঙ্গ করে সরকার দলীয় রাজনৈতিক দলের ব্যানারের আড়ালে চালাচ্ছে – চাঁদাবাজী, ভূমি দসূর্তা, নারী ব্যাবসা, মাদক ব্যাবসা সহ অন্যান্য অপকর্ম। অনুমোদন হীন পএিকা সাপ্তাহিক বিজয় বার্তা’র ব্যানারে বিজ্ঞাপন প্রচার করছে,
তাঁর সব অপকর্মের সহযোগীতা করছে – কাশিমপুর প্রেস ক্লাবের আমজাদ। এতে বাংলাদেশ পুলিশের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ জনগণ। এটাকে অপসাংবাদিকতা বলচ্ছে কাশিমপুরের অন্য সাংবাদিক’রা, উক্ত ব্যাপারটি সরাসরি তদারকী করে – ওসি রাফিউল করিমকে আইনের আওতায় এনে – দৃষ্টান্তমূলোক সাজা প্রদানের অনুরোধ জানায় – বাংলাদেশ পুলিশ প্রদানের প্রতি – গাজীপুরের সুশীল সমাজ।পত্রিকার পাতায় চোখ রাখুন