ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইন এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০২
- আপডেট টাইম : ০৩:২৩:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৯ ৫০০০.০ বার পাঠক
এসআই(নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন দেওখলা সাকিনস্থ দেওখলা বাজার হইতে বৈরাগীর বাজার গামী রাস্তায় কালভার্ট এর উপর হইতে ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ২১.৪৫ ঘটিকায় ১০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। নাঈম মিয়া (২০), পিতা-মোঃ লয় মিয়া, মাতা-রহিমা খাতুন, সাং-তেলিগ্রাম, থানা-ফুলবাড়ীয়া, ২। মোঃ ফেরদৌস (২৩), পিতা-মোঃ গোলাম মোস্তফা, মাতা-মোছাঃ ফাহিমা খাতুন, সাং-সুহিলা পশ্চিম পাড়া, থানা-কোতোয়ালী, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত ১০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।