হোমনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা
- আপডেট টাইম : ০৪:২৩:১৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৫ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মাথাভাঙ্গা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ সেপ্টেম্বর বিকাল ৩ টায় মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
মাথাভাঙ্গা ইউনিয়ন মেম্বার জালাল উদ্দিন সাধন এর সভাপতিত্বে উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউসার বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হোমনা পৌর মেয়র নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. মহিউদ্দিন খন্দকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সাবেক যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক পৌর আ’লীগে সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল,সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, মো.আবদুল হান্নান, মো. মেজবাহ উদ্দিন সরকার,ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, মফিজুল ইসলাম গনি মো. জালাল উদ্দিন খন্দকার, যুবলীগের সহ-সভাপতি মো. রুবেল রানা, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, কৃষকলীগের সভাপতি মো. মনির হোসেন সওদাগর, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার ও ফোরকানুল ইসলাম পলাশ,স্থানীয় মেম্বার আবু হানিফ মিয়া, শাহ শরিফ প্রমুখ।
এ ছাড়া মো.জসিম উদ্দিন সওদাগর, মোজাম্মেল হক, জালাল উদ্দিন পাঠান, ছাদেক সরকার ও তাইজুল ইসলাম মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন রনি, দেলোয়ার হোসেন ধনু, শামীম আহম্মদ ইউনিয়নের মেম্বার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।