ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
নতুন পরিবেশবান্ধব আসবাবপত্র তৈরি হচ্ছে পরিত্যক্ত সুপারির খোলসে পার্বতীপুরে সেচ মৌসুম গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে কৃষকরা মোংলায় ফ্যামিলি সাইকেল র‍্যালি নরসিংদীতে বজ্রপাতের পৃথক ঘটনায় মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু জামালপুরে ধানের বাজার মধ্যস্বত্বভোগীরদের দখলে রানীশংকৈলে জিপিএ—৫ পাওয়া ৪ শিক্ষার্থীর স্বপ্ন পূরণের বাধা অর্থিক সংকট কালিয়াকৈরে এক নারী মাদক ব্যবসায়ী হেরোইনসহ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উৎযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে হারানো টাকা মালিকের হাতে ফেরত দিয়ে দিষ্টান্ত স্হাপন করলো পুলিশ ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন কতৃক মসজিদ পরিস্কার অভিযান

রাজধানী’র খিলগাঁও থানায় আগে জিডি পরে পরিকল্পিত মামলা করে ভুক্তভোগীদ্বয় গোলাম কিবরিয়ার ও সাইফুল উপর হামলা অভিযোগ করেন 

গত ১৮/০৯/২০২৩,তারিখে এসআই আব্দুর রহমান সহ কয়েকজন পুলিশ সোর্স নিয়ে নাটকীয় কায়দায় গোড়ান টেম্পু ষ্ট্যান্ডের পাশে তিতাস ফার্মেসির সামনে ভুক্তভোগী গোলাম কিবরিয়া তাঁহার নিজের একটি মোটরসাইকেলের উপরে বসা, ছিল হঠাৎ তাহার উপরে সন্ত্রাসী কায়দায়  ঝাঁপিয়ে পড়ে তাঁকে মারধোর করে, মাটিতে ফেলে দেয়, তাঁহার চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসেন  তখনই লোকজনের উপরেও চড়াও হয় জান অতর্কিত সন্ত্রাস শাহজালাল মিয়া, পিতা-আলী হোসেন, মাতা-জায়ফুল জান, সাং-তাজবারকান্দি, থানা-হাইমচর, জেলা- চাঁদপুর, বাসা – ৯৪ নবাবীমোড়, পূর্ব গোড়ান, থানা-খিলগাঁও, ঢাকা, তাঁহার ছেলে ও ভাগিনা সহ আরো কয়েকজন মিলে এই পরিকল্পিতভাবে হামলাটি করে, সে হামলা ঠেকাতে পথচারীদের হাতে আহত হয় শাহজালাল মিয়া ও তাঁর ছেলে – মোঃ শালো, ও ভাগিনা মোঃ রিপন (৩২), পিতা-রুবেল মিয়া, মাতা-জোসনা বেগম সহ, কিন্তু তারা চেয়েছিলো অতঃপর  তারা জানেন  আমাদের প্রতি যেইভাবেই হোক রক্তাক্ত হলেই মামলাটি দাঁড়িয়ে যাবে  এবং তারা ওখান থেকে পালিয়ে  যে টাকার বিনিময়ে সরকারি মুগদা মেডিকেলের চিকিৎসা করে রিপোর্টটি তড়িঘড়ি  করে থানায় এনে এই মামলাটি করা হয়, উক্ত মামলার আসামি করলো ভুক্তভোগী ( ১) মোঃ গোলাম কিবরিয়া (৪২), পিতা-মৃত আব্দুর রব হাওলাদার, মাতা-মৃত জাহানারা সাং-চর সুপারী, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালি, এ/পি সাং-আওয়াল সাহেবের বাড়ির ভাড়াটিয়া নুরবাগ, থানা-খিলগাঁও, ঢাকা(২) সাইফুল সরদার (৪১), পিতা-মৃত খাদেম আলী হাওলাদার, মাতা- সুজান  বিবি, সাং-আমখোলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালি এ “বাসা -লাভলির মায়ের বাসার ভাড়াটিয়া, গোড়ান টেম্পুস্ট্যান্ড তিতাস ফার্মেসীর গলি, থানা-খিলগাও, ঢাকা রফিক কসাই ( ৩) পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-নবাৰীমোড় উত্তর গোড়ান, থানা-পলগাঁও, ঢাকা অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে পরিকল্পিত ভাবে এই মামলাটি করেছে, গোলাম কিবরিয়ার পরিবার অভিযোগ করে আমার স্বামীর উপর হামলা  চালায় শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত করেন   ১৮/০৯/২০২৩  তারিখে রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময়, বাদীর কাছে গত দেড় বছর আগে তাঁহার সাইডে লেবারকে দিয়ে কাজ করার -৫,৮০০ টাকা পাবে, এই কাজের টাকা চাইতে গেলেই  বিভিন্ন কৌশলে আমার স্বামীকে হুমকি দেয়, আসেন আমি অথচ আমার স্বামী রক্তাক্ত অবস্থায় থানায় গেলে এমনকি বিচার না পেয়ে  রক্ত এবং মাথায় আঘাত  নিয়ে তাহাকে এসআই  আব্দুর রহমান আমার স্বামীকে থানার হাজতে ভরে অথচ যেখানে সাহায্য থানায় পাইতে গেলে তাহার মামলা নিল না?

সারারাত  গোলাম কিবরিয়া ও তার লেবার  সাইফুল হাজতে  সারারাত থেকে সকালে  ১৫৪ ধারায়  চালান করেন এবং বিচারক  ও   দেশবাসী’র কাছে এর বিচার চাই।পত্রিকার পাতায় চোখ রাখুন

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন পরিবেশবান্ধব আসবাবপত্র তৈরি হচ্ছে পরিত্যক্ত সুপারির খোলসে

রাজধানী’র খিলগাঁও থানায় আগে জিডি পরে পরিকল্পিত মামলা করে ভুক্তভোগীদ্বয় গোলাম কিবরিয়ার ও সাইফুল উপর হামলা অভিযোগ করেন 

আপডেট টাইম : ০১:২৯:৩০ অপরাহ্ণ, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

গত ১৮/০৯/২০২৩,তারিখে এসআই আব্দুর রহমান সহ কয়েকজন পুলিশ সোর্স নিয়ে নাটকীয় কায়দায় গোড়ান টেম্পু ষ্ট্যান্ডের পাশে তিতাস ফার্মেসির সামনে ভুক্তভোগী গোলাম কিবরিয়া তাঁহার নিজের একটি মোটরসাইকেলের উপরে বসা, ছিল হঠাৎ তাহার উপরে সন্ত্রাসী কায়দায়  ঝাঁপিয়ে পড়ে তাঁকে মারধোর করে, মাটিতে ফেলে দেয়, তাঁহার চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসেন  তখনই লোকজনের উপরেও চড়াও হয় জান অতর্কিত সন্ত্রাস শাহজালাল মিয়া, পিতা-আলী হোসেন, মাতা-জায়ফুল জান, সাং-তাজবারকান্দি, থানা-হাইমচর, জেলা- চাঁদপুর, বাসা – ৯৪ নবাবীমোড়, পূর্ব গোড়ান, থানা-খিলগাঁও, ঢাকা, তাঁহার ছেলে ও ভাগিনা সহ আরো কয়েকজন মিলে এই পরিকল্পিতভাবে হামলাটি করে, সে হামলা ঠেকাতে পথচারীদের হাতে আহত হয় শাহজালাল মিয়া ও তাঁর ছেলে – মোঃ শালো, ও ভাগিনা মোঃ রিপন (৩২), পিতা-রুবেল মিয়া, মাতা-জোসনা বেগম সহ, কিন্তু তারা চেয়েছিলো অতঃপর  তারা জানেন  আমাদের প্রতি যেইভাবেই হোক রক্তাক্ত হলেই মামলাটি দাঁড়িয়ে যাবে  এবং তারা ওখান থেকে পালিয়ে  যে টাকার বিনিময়ে সরকারি মুগদা মেডিকেলের চিকিৎসা করে রিপোর্টটি তড়িঘড়ি  করে থানায় এনে এই মামলাটি করা হয়, উক্ত মামলার আসামি করলো ভুক্তভোগী ( ১) মোঃ গোলাম কিবরিয়া (৪২), পিতা-মৃত আব্দুর রব হাওলাদার, মাতা-মৃত জাহানারা সাং-চর সুপারী, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালি, এ/পি সাং-আওয়াল সাহেবের বাড়ির ভাড়াটিয়া নুরবাগ, থানা-খিলগাঁও, ঢাকা(২) সাইফুল সরদার (৪১), পিতা-মৃত খাদেম আলী হাওলাদার, মাতা- সুজান  বিবি, সাং-আমখোলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালি এ “বাসা -লাভলির মায়ের বাসার ভাড়াটিয়া, গোড়ান টেম্পুস্ট্যান্ড তিতাস ফার্মেসীর গলি, থানা-খিলগাও, ঢাকা রফিক কসাই ( ৩) পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-নবাৰীমোড় উত্তর গোড়ান, থানা-পলগাঁও, ঢাকা অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে পরিকল্পিত ভাবে এই মামলাটি করেছে, গোলাম কিবরিয়ার পরিবার অভিযোগ করে আমার স্বামীর উপর হামলা  চালায় শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত করেন   ১৮/০৯/২০২৩  তারিখে রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময়, বাদীর কাছে গত দেড় বছর আগে তাঁহার সাইডে লেবারকে দিয়ে কাজ করার -৫,৮০০ টাকা পাবে, এই কাজের টাকা চাইতে গেলেই  বিভিন্ন কৌশলে আমার স্বামীকে হুমকি দেয়, আসেন আমি অথচ আমার স্বামী রক্তাক্ত অবস্থায় থানায় গেলে এমনকি বিচার না পেয়ে  রক্ত এবং মাথায় আঘাত  নিয়ে তাহাকে এসআই  আব্দুর রহমান আমার স্বামীকে থানার হাজতে ভরে অথচ যেখানে সাহায্য থানায় পাইতে গেলে তাহার মামলা নিল না?

সারারাত  গোলাম কিবরিয়া ও তার লেবার  সাইফুল হাজতে  সারারাত থেকে সকালে  ১৫৪ ধারায়  চালান করেন এবং বিচারক  ও   দেশবাসী’র কাছে এর বিচার চাই।পত্রিকার পাতায় চোখ রাখুন