ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
কোনাবাড়িতে বিএনপি’র দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া: জানালেন কোনাবাড়ি থানার (ওসি) আওয়ামী সরকারের উৎখাতের কারণ উঠে এলো জাতিসংঘের প্রতিবেদনে পবিপ্রবি থেকে মুছে গেলো শেখ পরিবারের নাম দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিনিধি মোঃ আবু হাসান বুকে ব্যথা দোয়ার দরখাস্ত সড়ক দুর্ঘটনা, নাকি দুর্বৃত্তের হাতে গুরুতর আহত সাংবাদিক রেজা ? ইয়াবার টাকার দ্বন্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত শতাধিক অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী: প্রধান উপদেষ্টা ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে মালামাল লুটের চেষ্টাকালে আটক ৪ *হিন্দু সম্প্রদায়ের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ করলেন ড. রেজাউল করিম*

রাজধানী’র খিলগাঁও থানায় আগে জিডি পরে পরিকল্পিত মামলা করে ভুক্তভোগীদ্বয় গোলাম কিবরিয়ার ও সাইফুল উপর হামলা অভিযোগ করেন 

দৈনিক সময়ের কন্ঠ অনুসন্ধান ক্রাইম রিপোর্ট
  • আপডেট টাইম : ০১:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৭৪ ৫০০০.০ বার পাঠক

গত ১৮/০৯/২০২৩,তারিখে এসআই আব্দুর রহমান সহ কয়েকজন পুলিশ সোর্স নিয়ে নাটকীয় কায়দায় গোড়ান টেম্পু ষ্ট্যান্ডের পাশে তিতাস ফার্মেসির সামনে ভুক্তভোগী গোলাম কিবরিয়া তাঁহার নিজের একটি মোটরসাইকেলের উপরে বসা, ছিল হঠাৎ তাহার উপরে সন্ত্রাসী কায়দায়  ঝাঁপিয়ে পড়ে তাঁকে মারধোর করে, মাটিতে ফেলে দেয়, তাঁহার চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসেন  তখনই লোকজনের উপরেও চড়াও হয় জান অতর্কিত সন্ত্রাস শাহজালাল মিয়া, পিতা-আলী হোসেন, মাতা-জায়ফুল জান, সাং-তাজবারকান্দি, থানা-হাইমচর, জেলা- চাঁদপুর, বাসা – ৯৪ নবাবীমোড়, পূর্ব গোড়ান, থানা-খিলগাঁও, ঢাকা, তাঁহার ছেলে ও ভাগিনা সহ আরো কয়েকজন মিলে এই পরিকল্পিতভাবে হামলাটি করে, সে হামলা ঠেকাতে পথচারীদের হাতে আহত হয় শাহজালাল মিয়া ও তাঁর ছেলে – মোঃ শালো, ও ভাগিনা মোঃ রিপন (৩২), পিতা-রুবেল মিয়া, মাতা-জোসনা বেগম সহ, কিন্তু তারা চেয়েছিলো অতঃপর  তারা জানেন  আমাদের প্রতি যেইভাবেই হোক রক্তাক্ত হলেই মামলাটি দাঁড়িয়ে যাবে  এবং তারা ওখান থেকে পালিয়ে  যে টাকার বিনিময়ে সরকারি মুগদা মেডিকেলের চিকিৎসা করে রিপোর্টটি তড়িঘড়ি  করে থানায় এনে এই মামলাটি করা হয়, উক্ত মামলার আসামি করলো ভুক্তভোগী ( ১) মোঃ গোলাম কিবরিয়া (৪২), পিতা-মৃত আব্দুর রব হাওলাদার, মাতা-মৃত জাহানারা সাং-চর সুপারী, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালি, এ/পি সাং-আওয়াল সাহেবের বাড়ির ভাড়াটিয়া নুরবাগ, থানা-খিলগাঁও, ঢাকা(২) সাইফুল সরদার (৪১), পিতা-মৃত খাদেম আলী হাওলাদার, মাতা- সুজান  বিবি, সাং-আমখোলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালি এ “বাসা -লাভলির মায়ের বাসার ভাড়াটিয়া, গোড়ান টেম্পুস্ট্যান্ড তিতাস ফার্মেসীর গলি, থানা-খিলগাও, ঢাকা রফিক কসাই ( ৩) পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-নবাৰীমোড় উত্তর গোড়ান, থানা-পলগাঁও, ঢাকা অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে পরিকল্পিত ভাবে এই মামলাটি করেছে, গোলাম কিবরিয়ার পরিবার অভিযোগ করে আমার স্বামীর উপর হামলা  চালায় শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত করেন   ১৮/০৯/২০২৩  তারিখে রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময়, বাদীর কাছে গত দেড় বছর আগে তাঁহার সাইডে লেবারকে দিয়ে কাজ করার -৫,৮০০ টাকা পাবে, এই কাজের টাকা চাইতে গেলেই  বিভিন্ন কৌশলে আমার স্বামীকে হুমকি দেয়, আসেন আমি অথচ আমার স্বামী রক্তাক্ত অবস্থায় থানায় গেলে এমনকি বিচার না পেয়ে  রক্ত এবং মাথায় আঘাত  নিয়ে তাহাকে এসআই  আব্দুর রহমান আমার স্বামীকে থানার হাজতে ভরে অথচ যেখানে সাহায্য থানায় পাইতে গেলে তাহার মামলা নিল না?

সারারাত  গোলাম কিবরিয়া ও তার লেবার  সাইফুল হাজতে  সারারাত থেকে সকালে  ১৫৪ ধারায়  চালান করেন এবং বিচারক  ও   দেশবাসী’র কাছে এর বিচার চাই।পত্রিকার পাতায় চোখ রাখুন

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজধানী’র খিলগাঁও থানায় আগে জিডি পরে পরিকল্পিত মামলা করে ভুক্তভোগীদ্বয় গোলাম কিবরিয়ার ও সাইফুল উপর হামলা অভিযোগ করেন 

আপডেট টাইম : ০১:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

গত ১৮/০৯/২০২৩,তারিখে এসআই আব্দুর রহমান সহ কয়েকজন পুলিশ সোর্স নিয়ে নাটকীয় কায়দায় গোড়ান টেম্পু ষ্ট্যান্ডের পাশে তিতাস ফার্মেসির সামনে ভুক্তভোগী গোলাম কিবরিয়া তাঁহার নিজের একটি মোটরসাইকেলের উপরে বসা, ছিল হঠাৎ তাহার উপরে সন্ত্রাসী কায়দায়  ঝাঁপিয়ে পড়ে তাঁকে মারধোর করে, মাটিতে ফেলে দেয়, তাঁহার চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসেন  তখনই লোকজনের উপরেও চড়াও হয় জান অতর্কিত সন্ত্রাস শাহজালাল মিয়া, পিতা-আলী হোসেন, মাতা-জায়ফুল জান, সাং-তাজবারকান্দি, থানা-হাইমচর, জেলা- চাঁদপুর, বাসা – ৯৪ নবাবীমোড়, পূর্ব গোড়ান, থানা-খিলগাঁও, ঢাকা, তাঁহার ছেলে ও ভাগিনা সহ আরো কয়েকজন মিলে এই পরিকল্পিতভাবে হামলাটি করে, সে হামলা ঠেকাতে পথচারীদের হাতে আহত হয় শাহজালাল মিয়া ও তাঁর ছেলে – মোঃ শালো, ও ভাগিনা মোঃ রিপন (৩২), পিতা-রুবেল মিয়া, মাতা-জোসনা বেগম সহ, কিন্তু তারা চেয়েছিলো অতঃপর  তারা জানেন  আমাদের প্রতি যেইভাবেই হোক রক্তাক্ত হলেই মামলাটি দাঁড়িয়ে যাবে  এবং তারা ওখান থেকে পালিয়ে  যে টাকার বিনিময়ে সরকারি মুগদা মেডিকেলের চিকিৎসা করে রিপোর্টটি তড়িঘড়ি  করে থানায় এনে এই মামলাটি করা হয়, উক্ত মামলার আসামি করলো ভুক্তভোগী ( ১) মোঃ গোলাম কিবরিয়া (৪২), পিতা-মৃত আব্দুর রব হাওলাদার, মাতা-মৃত জাহানারা সাং-চর সুপারী, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালি, এ/পি সাং-আওয়াল সাহেবের বাড়ির ভাড়াটিয়া নুরবাগ, থানা-খিলগাঁও, ঢাকা(২) সাইফুল সরদার (৪১), পিতা-মৃত খাদেম আলী হাওলাদার, মাতা- সুজান  বিবি, সাং-আমখোলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালি এ “বাসা -লাভলির মায়ের বাসার ভাড়াটিয়া, গোড়ান টেম্পুস্ট্যান্ড তিতাস ফার্মেসীর গলি, থানা-খিলগাও, ঢাকা রফিক কসাই ( ৩) পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-নবাৰীমোড় উত্তর গোড়ান, থানা-পলগাঁও, ঢাকা অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে পরিকল্পিত ভাবে এই মামলাটি করেছে, গোলাম কিবরিয়ার পরিবার অভিযোগ করে আমার স্বামীর উপর হামলা  চালায় শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত করেন   ১৮/০৯/২০২৩  তারিখে রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময়, বাদীর কাছে গত দেড় বছর আগে তাঁহার সাইডে লেবারকে দিয়ে কাজ করার -৫,৮০০ টাকা পাবে, এই কাজের টাকা চাইতে গেলেই  বিভিন্ন কৌশলে আমার স্বামীকে হুমকি দেয়, আসেন আমি অথচ আমার স্বামী রক্তাক্ত অবস্থায় থানায় গেলে এমনকি বিচার না পেয়ে  রক্ত এবং মাথায় আঘাত  নিয়ে তাহাকে এসআই  আব্দুর রহমান আমার স্বামীকে থানার হাজতে ভরে অথচ যেখানে সাহায্য থানায় পাইতে গেলে তাহার মামলা নিল না?

সারারাত  গোলাম কিবরিয়া ও তার লেবার  সাইফুল হাজতে  সারারাত থেকে সকালে  ১৫৪ ধারায়  চালান করেন এবং বিচারক  ও   দেশবাসী’র কাছে এর বিচার চাই।পত্রিকার পাতায় চোখ রাখুন