প্রচন্ড বৃষ্টি আর ঝড়ে লন্ড ভন্ড হয়ে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার
- আপডেট টাইম : ১০:৪০:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৩২৮ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা ও নবাবগঞ্জ উপজেলায় ২৩/৯/২০২৩ ইং শনিবার আনুমানিক বৈকাল ৪ ঘটিকা থেকে বৃষ্টি উৎপত্তি হয় বৃষ্টি প্রায় ৩০ মিনিট ধরে মুষলধারে হয় পরে ঝিম ঝিম করে পড়ার পর থেমে যায়,২৪/৯/২০২৩ ইং রবিবার সকাল আনুমানিক ৫:২০ মিনিট থেকে আবারো মুষলধারে ভারী বর্ষণ ও ঝড়ো হওয়া শুরু হয এতে করে বৈদ্যুতিক সংযোগের দাঁড়িয়ে থাকা বেশ কিছু পোল ভেঙ্গে যায় ও উপড়ে পড়ে এবং বিদ্যুৎ সংযোগের তার বিভিন্ন ফসলের জমি উপর ও রাস্তায় পড়ে থাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখেন পল্লী বিদ্যুতের দায়িত্ব রত কর্মীগণ। বৃষ্টি ও ঝরের কারণে বাড়ি ,দোকান ঘর ,বিভিন্ন প্রতিষ্ঠানের উপর গাছের ডালপালা ভেঙ্গে ও উপড়ে পড়ে , কাঁচা ,আধা পাখা ঘর ও টিন সিটের বাড়ি এবং বাংলাদেশ সরকারের দেওয়া আশ্রয়ন প্রকল্পের কিছু কিছু ঘরের টিনের ছাউনি ঝড়ের কারণে উড়ে যায় ও সবকিছু লন্ডভন্ড করে দেয় , যার ফলে সেই সব পরিবারের লোকজনের বাড়িঘর থেকেও না থাকা খাবারের চাল ডাল থেকেও ক্ষুধার্ত বৃষ্টিতে ভিজার কারণে হয়ে পড়ছে অসুস্থ । চলাচল করা রাস্তার উপরে পড়ে থাকা গাছের ডালপালার জন্য যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, যদিও বা কষ্ট করে মিলছে মানুষের খাবার মিলানো যাচ্ছে না গবাদি পশুর খাবার ।