মোংলায় জেএসডির উদ্যোগে মরহুম সিরাজুল আলম খান এবং আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট টাইম : ০৩:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯২ ১৫০০০.০ বার পাঠক
জাতীয় সমাজ তান্ত্রিক দল জে এস ডি বাগেরহাট জেলা শাখার উদ্যোগে ২৩ শে সেপ্টেম্বর রোজ শনিবার বিকেলে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে সিরাজুল আলম খান এবং আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জেএসডির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নীলরতন মিস্ত্রি। আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, ১৪ দফা বাস্তবায়ন কমিটির খুলনা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা বাবু অশোক কুমার দেবনাথ, বাগেরহাট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও মোংলা উপজেলা জেএসডির সভাপতি মো: হাবিবুর রহমান মাষ্টার, বাগেরহাট জেলা জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাগেরহাট জেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ খান। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাগেরহাট জেলা জেএসডির সাধারণ সম্পাদক এ কে এম মুজিবুর রহমান। মোংলা প্রস্তুতি কমিটির আহবায়ক এমরান হোসেন বাবুলসহ জেএসডির শত শত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুম সিরাজুল আলম খান এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।