চট্টগ্রামের কর্ণফুলীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৫:০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৮ ৫০০০.০ বার পাঠক
চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ বাদে আসর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ কর্ণফুলী উপজেলা শাখার উদ্যোগে শিকলবাহা ক্রসিংস্হ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মোনাজাত পরিচালনা করেন শিকলবাহা ক্রসিংস্হ জামে মসজিদের খতিব। মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্হতা কামনায় এবং জিয়া পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ কেন্দ্রীয় কমিটি’র সদস্য সচিব,এডভোকেট এম. লোকমান শাহ্ ও কর্ণফুলী উপজেলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের আহবায়ক ও কর্ণফুলী উপজেলা শাখা যুবদলের যুগ্ম আহবায়ক এম, ইলিয়াছ হায়দার রবিনসহ আরও নেতৃবৃন্দরা।