মেসির খেলা কেউ কপি করতে পারবে না
- আপডেট টাইম : ০৫:০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২২ ৫০০০.০ বার পাঠক
ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি
ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিছবি: এএফপি
লিওনেল মেসির ছোঁয়ায় যেন বদলে গেছে ইন্টার মায়ামি! ফ্লোরিডার ক্লাবটিতে নাম লেখানোর পর ১২ ম্যাচ খেলে গোল করেছেন ১১টি। সতীর্থদের ৫টি গোলে সহায়তাও করেছেন। এরই মধ্যে মায়ামির হয়ে জিতেছেন একটি শিরোপা, তুলেছেন আরেকটি টুর্নামেন্টের ফাইনালে।
এখন ইন্টার মায়ামির সমর্থক আর মেসির ভক্তরা অপেক্ষায় আছেন, দলটিকে তিনি এমএলএসের প্লে–অফে নিতে পারবেন কি না। কিন্তু মেসির ফিটনেস এখন সেই অপেক্ষায় দুশ্চিন্তাও যোগ করে দিচ্ছে।
আরও পড়ুন
মায়ামি জিতলেও চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি
টরন্টোর বিপক্ষে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন মেসি
টরন্টোর বিপক্ষে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন মেসিছবি: এএফপি
কাল সকালে টরন্টো এফসির বিপক্ষে মায়ামির ৪–০ গোলে জেতা ম্যাচ চোট পেয়ে মাঠ ছেড়েছেন মেসি। খেলতে পেরেছেন মাত্র ৩৭ মিনিট। তাঁর চোট কতটা গুরুতর, সেটা এখনো জানা যায়নি। জানা যায়নি এই চোট নিয়ে কত দিন মাঠের বাইরে থাকতে হবে তা–ও। তবে মেসি চোটে পড়ার পর থেকেই একটি আলোচনা শুরু হয়ে গেছে—ইন্টার মায়ামি মেসিকে ছাড়া কত দূর এগোতে পারবে?
মেজর লিগ সকারের (এমএলএস) প্লে–অফে খেলা থেকে এখনো বেশ দূরে আছে মায়ামি। মেসিবিহীন মায়ামিকে সেই দূরত্ব পার করিয়ে কে নিয়ে যাবে প্লে–অফে? এমন একটি প্রশ্ন করা হয়েছিল মায়ামির ফিনিশ মিডফিল্ডার রবার্ট টেলরকে।