ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেফতার কক্সবাজার ২২ কোটি ২৬ লক্ষ ১০ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে টঙ্গীতে প্রশাসনের নাকের ডগায় চলছে কারিমার মাদক সাম্রাজ্য, এ যেন দেখার কেউ নাই ইবিতে মধ্যরাতে সাউন্ড বক্সের শব্দে অতিষ্ঠ আবাসিক শিক্ষার্থীরা ইবিতে কাম ফর রোড চাইল্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মোংলা প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত নবাবগঞ্জে ভুয়া জমির দাতা সেজে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পরে পুকুর থেকে রহস্যময় শিশুর লাশ উদ্ধার হরিপুরে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি দুই যুবকের নওগাঁর ছয় আসনে ২২ জনের মনোনয়নপত্র বাতিল, মনোনয়নপত্র বৈধ ঘোষণা ৩৩ জনের

জলসুখায় চায়ের দোকানে সিনেমার, আড়ালে চলছে শিলং নামক খেলা ও মাদক, ইয়াবা মুর্তির মান্ডব ঘরে দেশীয় তৈরি মদ ব্যাবসা। নেই কোন প্রশাসনের তৎপরতা

আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের বাজারে বিভিন্ন চায়ের দোকানে টিভি চালিয়ে সিনেমা দেখিয়ে চা বিক্রি করেছে চা বিক্রেতারা।অন্য দিকে চায়ের দোকানে ও বাজারের অলি,গলিতে সিগারেটের ভিতর ইয়াবা, গাজা সেবন ও বিক্রি করার রমরমা ব্যবসা চলছে কিছুঅসাধু চক্র। এতে যুব সমাজ হুমকির মুখে । খোঁজ নিয়ে জানা যায়, জলসুখা বাজারের বেশ কয়েকটি চায়ের দোকান রয়েছে।আর এই প্রতিটি দোকানে টিভিতে সিনেমা চলে দিন রাতে। এমনকি আযানের সময়ও বিরতি নেই। যুবকরা চায়ের পাশা পাশি সিগারেট ভরে গাজা সেবন করছে। আর অন্য দিকে চলছে৷

টাকা দিয়ে গাফলা ও লুডু খেলা জলসুখা বাজার ও জলসুখা পয়েন্টর বাজার নামক স্থানে মোবাইলে ভারতীয় হ্যান্ডিং
শিলং জুয়া টিকেট খেলা। এই জুয়া খেলায় সর্ব শান্ত হচ্ছে শত শত মানুষ। স্থানীয় সুত্রে জানা যায়, শিলং খেলাটি হচ্ছে ভারতের খেলা এখানকার এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে কিছু অসাধু লোক। চলছে দীর্ঘ দিন ধরে এই খেলা। শিলং তীর খেলায় সর্বশান্ত হয়ে দিন দিন যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এবং বিভিন্ন পাড়ায় ও ইয়বা, গাজা, চলছে এ থেকে রেহাই পায়নি হাইস্কুল পড়োয়া ছাত্ররা ও বাজারের কাছে এক হিন্দু গ্রাম পুলিশের বাড়িতে মুর্তির মান্ডব ঘরে দেশীয় তৈরি মদ বিক্রি হচ্ছে অবিরত। নাম প্রকাশের অনিচ্ছুক কয়েক জন জানায় টাকার বিনিময়ে সবই হয়। পতিদিন আজমিরীগঞ্জ থানা থেকে পুলিশের টহল আসে কিন্তু এই গুলো ধরা চুয়ার বাহিরে থাকে। যাকে বলা যায় চোরে চোরে মামাত ভাই । এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার বর্তমান ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ গোলাম ফারুক এর সঙ্গে আলোচনা করলে তিনি জানান, আমি এই বিষয়টি নিয়ে অবগত নেই। তবে এর সঠিক ব্যাবস্থা দ্রুতই নেব। এলাকায় এই পরিস্থিতি বেশি দিন চলতে তাকলে জলসুখা মাদকের রাজ্য হয়ে যাবে। প্রতিদিন পুলিশের ঢহল আসে একটি ও মাদক অপরাধী ধরা পরে নাএই নিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে, এবং এটি নির্মুলের জন্য প্রসাষনের জোর দৃষ্টি আকর্ষণ করছে।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেফতার

জলসুখায় চায়ের দোকানে সিনেমার, আড়ালে চলছে শিলং নামক খেলা ও মাদক, ইয়াবা মুর্তির মান্ডব ঘরে দেশীয় তৈরি মদ ব্যাবসা। নেই কোন প্রশাসনের তৎপরতা

আপডেট টাইম : ০৫:০২:০৯ অপরাহ্ণ, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের বাজারে বিভিন্ন চায়ের দোকানে টিভি চালিয়ে সিনেমা দেখিয়ে চা বিক্রি করেছে চা বিক্রেতারা।অন্য দিকে চায়ের দোকানে ও বাজারের অলি,গলিতে সিগারেটের ভিতর ইয়াবা, গাজা সেবন ও বিক্রি করার রমরমা ব্যবসা চলছে কিছুঅসাধু চক্র। এতে যুব সমাজ হুমকির মুখে । খোঁজ নিয়ে জানা যায়, জলসুখা বাজারের বেশ কয়েকটি চায়ের দোকান রয়েছে।আর এই প্রতিটি দোকানে টিভিতে সিনেমা চলে দিন রাতে। এমনকি আযানের সময়ও বিরতি নেই। যুবকরা চায়ের পাশা পাশি সিগারেট ভরে গাজা সেবন করছে। আর অন্য দিকে চলছে৷

টাকা দিয়ে গাফলা ও লুডু খেলা জলসুখা বাজার ও জলসুখা পয়েন্টর বাজার নামক স্থানে মোবাইলে ভারতীয় হ্যান্ডিং
শিলং জুয়া টিকেট খেলা। এই জুয়া খেলায় সর্ব শান্ত হচ্ছে শত শত মানুষ। স্থানীয় সুত্রে জানা যায়, শিলং খেলাটি হচ্ছে ভারতের খেলা এখানকার এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে কিছু অসাধু লোক। চলছে দীর্ঘ দিন ধরে এই খেলা। শিলং তীর খেলায় সর্বশান্ত হয়ে দিন দিন যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এবং বিভিন্ন পাড়ায় ও ইয়বা, গাজা, চলছে এ থেকে রেহাই পায়নি হাইস্কুল পড়োয়া ছাত্ররা ও বাজারের কাছে এক হিন্দু গ্রাম পুলিশের বাড়িতে মুর্তির মান্ডব ঘরে দেশীয় তৈরি মদ বিক্রি হচ্ছে অবিরত। নাম প্রকাশের অনিচ্ছুক কয়েক জন জানায় টাকার বিনিময়ে সবই হয়। পতিদিন আজমিরীগঞ্জ থানা থেকে পুলিশের টহল আসে কিন্তু এই গুলো ধরা চুয়ার বাহিরে থাকে। যাকে বলা যায় চোরে চোরে মামাত ভাই । এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার বর্তমান ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ গোলাম ফারুক এর সঙ্গে আলোচনা করলে তিনি জানান, আমি এই বিষয়টি নিয়ে অবগত নেই। তবে এর সঠিক ব্যাবস্থা দ্রুতই নেব। এলাকায় এই পরিস্থিতি বেশি দিন চলতে তাকলে জলসুখা মাদকের রাজ্য হয়ে যাবে। প্রতিদিন পুলিশের ঢহল আসে একটি ও মাদক অপরাধী ধরা পরে নাএই নিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে, এবং এটি নির্মুলের জন্য প্রসাষনের জোর দৃষ্টি আকর্ষণ করছে।