জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

- আপডেট টাইম : ০৪:৫৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ২২১ ৫০০০.০ বার পাঠক
কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহসচিব ও কুমিল্লা-০২, হোমনা তিতাসের সাবেক এমপি মো. আমির হোসেন ভূঁইয়া বলেছেন, গত মহাজোট শাসনামলে আমি হোমনা ও তিতাসে জাতীয় পার্টির এমপি থাকাবস্থায় শত শত কোটি টাকার উন্নয়ন করেছি যা সবই দৃশ্যমান।
হোমনা এবং তিতাসে এমন কোনো স্কুল কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট নেই যেখানে উন্নয়ন হয়নি। নতুন নতুন অনেক ব্রিজ, কালভার্ট নির্মাণ করেছি। হোমনা ও তিতাস উপজেলায় দুটি কলেজ সরকারিকরণ করেছি।
আমি এমপি থাকাকালে অত্র এলাকায় জাতীয় পার্টির কোনো নেতাকর্মী টেন্ডারবাজী, সন্ত্রাসীসহ কোনো নেতিবাচক কর্মকাণ্ডে কেউ জড়িত ছিলনা এখনও নেই। জাতীয় পার্টি ভদ্রলোকের দল। জাতীয় পার্টি কোনো সময় ‘কোয়ান্টিটি’র রাজনীতি করেনি, করেছে ‘কোয়ালিটি’র রাজনীতি।
রবিবার সন্ধ্যায় উপজেলা বাস স্ট্যান্ড সংলগ্ন খোলা মাঠে উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব বলেন।
সাবেক এমপি আমির হোসেন ভূঁইয়া আরও বলেন, যখন জাতীয় পার্টির সরকার এবং হোসেইন মোহম্মদ এরশাদ রাষ্ট্রপতি ছিলেন তখনই হোমনা পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করেছিলেন।
তিনি বলেছিলেন, ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।’ তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটি গ্রামে উন্নয়নের ধারা বইয়ে দিয়েছিলেন। সেই কারণেই তিনি পল্লী বন্ধু উপাধি পেয়েছিলেন।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এটিএম মঞ্জুরুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা উত্তর জাতীয় পার্টির সদস্য সচিব্ সৈয়দ মো. ইফতেকার আহসান হাসান।
তিনি বলেন- ইন্ডিয়া, রাশিয়া, চিন তারা চায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক; অন্যদিকে বিএনপি আমেরিকা, ইউরোপ ঘুরে বিশ্ব নেতাদের বলছেন, ভাই আমাদের ক্ষমতায় আসার দরকার নাই যারা আছেন তাদের সরিয়ে দেন।
কারণ বর্তমান প্রশাসনতো আওয়ামী লীগ সাজিয়ে রেখেছেন। নির্বাচনে এলেও তো তাদের লাভ নাই। তারা চাচ্ছে একটি তৃতীয় শক্তির উদয় হোক। আমরা চাই সব দলের এবং মতের গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠন করুক।
উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. মেহেদী হাসান ও জাতীয় ছাত্রসমাজের সভাপতি মো. আল আমিন সিকদার শাওনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক সরকার মুকুল মাহমুদ, সদস্য মুন্সি হারুন অর রশিদ, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয় পার্টির নেতা মো. আলমগীর হোসেন, মো. কবির, আহাম্মদ বিন স্বাধীন, আনিছুর রহমান প্রমুখ।