নারীর লোভ দেখিয়ে খুনহন ইজিবাইক চালক গ্রেফতার ৪
- আপডেট টাইম : ০৩:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ২৭৬ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে নারীর লোভ দেখিয়ে ডেকে নিয়ে খুন করা হয় কলেজ ছাত্র এক ইজিবাইক চালক রুবেল হোসেনকে (১৯)। ক্লুলেস এ ঘটনায় জড়িত ৪ যুবককে শনিবার গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার শাহজাহানপুর থানার বড়তিনকুল এলাকার ফরিদুল ইসলামে ছেলে আবু জাফর ওরফে আকাশ (২০), জামালপুরের মেলান্দহ থানা হরিনাপাই এলাকার আশরাফ মিয়ার ছেলে ফরহাদ হোসেন (২১), বগুড়া পৌরসভার মালগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জহিরুল ইসলাম ওরফে শাকিল (২০) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার টিয়ারা গ্রামের আঃ রহিমের ছেলে রাশেদ আহাম্মেদ (৪০)।
জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকার পুকুরপাড়ের তাজুল ইসলামের বাঁশঝাড়ের নীচ থেকে শুক্রবার দুপুরে কলেজ ছাত্র ইজিবাইক চালক রুবেল হোসেনের (১৯) লাশ উদ্ধার করে। নিহতের গলায় ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
এ ঘটনায় জড়িত চার যুবককে শনিবার গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত সুইচ গিয়ার ও লুণ্ঠিত ইজিবাইক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা জানায় পূর্ব শত্রুতার জেরে নারীর লোভ দেখিয়ে ওই বাঁশ ঝাড়ের নীচে ডেকে নিয়ে গলায় একাধিক ছুরিকাঘাতে রুবেলকে তারা হত্যা করে। পরে রুবেলের ইজিবাইক নিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রুবেল হোসেন (১৯) নওগাঁ জেলার রাণীনগর থানার ভেবরাগাড়ি এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং সাভারের একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সিরাজুল ইসলাম গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় স্বপরিবারে ভাড়া বাসায় থাকেন। করোনার পরিস্থিতির কারনে কলেজ বন্ধ থাকার সুযোগে সংসারের খরচ যোগাতে এলাকায় ব্যাটারি চালিত যাত্রীবাহী ইজিবাইক চালাতেন রুবেল। প্রতিদিনের মতো তিনি বৃহষ্পতিবার বাসা থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ হন।