গত ১৬/০৯/২০২৩ইং তারিখ ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী অফিসার জনাব সোহেল রানা এঁর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক ১) মো: সৈকত হোসেনকে আটক করা হয় ও ৫৯ পিস ইয়াবা উদ্ধার করে ২)পলাতক আসামী শাকিল খান এর নামে ব্রাহ্মণপাড়া থানায় পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়। এছাড়া মাদক সেবন করতে আসা ০৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডে দন্ডিত করা হয়। দন্ডিত ০৯ জন হলেন- ১) মো: আল আমিন , ২) মো: নয়ন মিয়া , ৩) রাব্বি ব্যাপারি , ৪) বেলাল হোসেন, ৫) কামাল , ৬) মো: আলম , ৭) আল আমিন , ৮) জালাল হোসেন , ৯) বিল্লাল হোসেন।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।