সংবাদ শিরোনাম ::
কমলনগরে সড়ক দুর্ঘটনায় পথচারি নিহত
মোঃ হেলাল পালোয়ান কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
- আপডেট টাইম : ০৫:০৯:৩৬ অপরাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৪৪ ৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুররে রামগতি লক্ষীপুর সড়কে রামগতি থেকে লক্ষীপুরে অভিমুখে একটি ডিজেল ভর্তি কন্টিনার মটর সাইকেল অভাট্টেক করার সময় এক পথচারি দুর্ঘটনার শিকার হয় ।
০৯(সেপ্টেম্বর) রাত ৮:৪০মিনিটের সময় কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন দ্রুত গতির কন্টিনারটি মটর সাইকেলকে ওভাট্টেক করতে গিয়ে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা এক পথচারিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত পথচারিকে স্থানীয় উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে লক্ষীপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়। লক্ষীপুর সদর হাসপাতালে দায়িত্বগত চিকিৎসক তাহাকে মৃত্যু ঘোষণা করেন
এ ব্যপারে কমলনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন,চালক সহ গাড়িটি আটক করা হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
আরো খবর.......