মহম্মদপুরের অমিতাভের (৩২) অর্ধগলিত লাশ ঝিনাইদহে
- আপডেট টাইম : ০৪:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১০২ ৫০০০.০ বার পাঠক
মাগুরার মহম্মদপুরের অমিতাভ নামের (৩২) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহ জেলার গোপাগাট ব্রীজ সংলগ্ন সড়কের পাশে ঝোপঝাড়ের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। অমিতাভের মা সিঁথি রাণী মহম্মদপুর উপজেলার সমাজ সেবা অফিসে চাকরি করেন এবং তার বাবার নাম অজয় কুমার সাহা । তারা পরিবার সহ উপজেলার বিনোদনপুর ইউনিয়নের গার্লস স্কুল পাড়া এলাকায় থাকতেন।
অমিতের স্ত্রী তিসা জানান, ঝিনাইদহের হাটপোপালপুর ইউনিয়নের এক সাবেক চেয়ারম্যানের চাচাতো ভাই রাজলু হোসেন গত ৩১ আগস্ট বৃহস্পতিবার আমার স্বামীকে চাকরির কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তিনি ঝিনাইদহ নার্সিং কলেজের অধ্যেক্ষর সাথে দেখা করাবে এবং সিভি নেয়। তারপর থেকে আমার স্বামী নিখোঁজ হন। তিনি বলেন ওরা আমার স্বামীকে পরিকল্পিত ভাবে চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যা করেছে। আমি আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই।
তিনি তার মরদেহের শরীরে ব্যবহৃত টিশার্ট ও প্যান্ট দেখে এই লাশ তার নিখোঁজ স্বামী অমিতাভ বলে দাবি করেছেন।
ঝিনাইদহে সদর থানার অফিসার ইনচার্জ এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন,এ বিষয়ে অমিতাভের পরিবারের পক্ষ থেকে একটি পরিকল্পিত হত্যা মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভুক্ত কোন আসামিকে আটক করতে পারেনি, তবে দ্রুত আটক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ টিম।