কুমিল্লা’র কোতোয়ালী মডেল থানা কর্তৃক হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর -করেছে
- আপডেট টাইম : ০২:৩৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ২৩৩ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান – কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এঁর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানার সার্বিক তত্ত্বাবধানে এএসআই/নিঃ মোঃ মনিরুল ইসলাম কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন জিডি মূলে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেন। উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহ ৩১ আগস্ট ২০২৩ খ্রি: কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ প্রকৃত মালিকগণ ১) নুরুন্নাহার( ৪৩), পিতা- মো: মনির হোসেন সরকার, সাং- রেইসকোর্স, থানা- কোতয়ালী মডেল, জেলা :কুমিল্লা।
২) মো: নুরুল হুদা(৪০), পিতা- রবু, সাং- রামকৃষ্ণপুর, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। ৩) মো: সোলেমান (৫০), পিতা- আবদুল মতিন, সাং- শাসনগাছা, থানা- কোতোয়ালী মডেল, জেলা :কুমিল্লা। ৪) মোসা: ঝিয়ারি খাতুন (৪১), পিতা- তাজেমুল হক, সাং- রামকৃষ্ণ পুর, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা : চাঁপাইনবাবগঞ্জ। ৫) জামাল মিয়া (৪৬), পিতা- ইদিস মিয়া, সাং- ভিংলাবাড়ী, থানা- দেবিদ্বার, জেলা : কুমিল্লা। ৬) বাছেদ মিয়া(৩২), পিতা- মো: মোসাহিদ মিয়া, সাং- বাগিছাগঞ্জ, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা। ৭) শিরিন সুলতানা(১৭), পিতা- মীর কাশেম, সাং- নানকরা, থানা- চৌদ্দগাম, জেলা- কুমিল্লা।
৮) তারেক হোসেন (১৯), পিতা- আলম, সাং- চাঁনপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা : কুমিল্লা। ৯) আমির হোসেন (৫৯), পিতা- মকসুদ আলী, সাং – নোয়া পড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা :কুমিল্লা।
১০) লিমা আক্তার (২৪), পিতা- জামাল, সাং- মাঝিগাছা, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা। ১১)মানিক মিয়া(৪০) পিতা :নজির মিয়া সাং রেইসকোর্স থানা : কোতয়ালী মডেল থানা জেলা :কুমিল্লা।
১২) মো:আমিনুর রহমান (৩২), পিতা- মোঃ শাহজাহান, সাং- বড় বামিশা, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লা। ১৩) মো:আকিব হোসেন(১৯), পিতা- মো:আনোয়ার হোসেন, সাং- কালিয়াজুড়ি, থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
১৪) লিজা আক্তার (২২), পিতা- ছাত্তার, সাং- মুরাদপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা। ১৫) আবরার হোসেন (১৮), পিতা- নজরুল ইসলাম, সাং- অশোকতলা, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা। ১৬)শারমিন আক্তার (৩১), পিতা- মো: ইয়াছিন সরকার, সাং- রেইসকোর্স, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা। (১৭) জরিনা বেগম (৩৭), পিতা- আলী আজগর, সাং- চাঁদপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
(১৮) হাতেম (৫৫), পিতা- মো: জমির আলী, সাং- ২য় মুরাদপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
(১৯)মাহবুব আলম (২৬), পিতা- মো: আমিন, সাং- সুচিপাড়া, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর । ২০) পাপন সরকার (২৪), পিতা : হারাধন চন্দ সরকার, সাং- মোকাম, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা।
২১) মজিবুর রহমান সরকার (৪৫), পিতা- আ:হাকিম সরকার, সাং- ভিরাল্লা, থানা-দেবীদ্বার, জেলা- কুমিল্লাদের নিকট হস্তান্তর করে। মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে পুলিশ সুপার, কুমিল্লা সহ কুমিল্লা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে।
পুলিশ সুপার এঁর সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের এই জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে – এঁও জানা যায়।