সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

কিশোরগঞ্জ প্রতিনিধি :
- আপডেট টাইম : ১২:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ২০৯ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।
রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের লাইনে এই দুর্ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ভৈরব রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনটি সকাল ৯টার দিকে ভৈরব স্টেশনে এসে পৌঁছায়। এরপর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য ট্রেনের ইঞ্জিন ঘুরানো সময়ে হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনের একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। পরে তাৎক্ষণিক ইঞ্জিনের চাকা উদ্ধারের জন্য ভৈরব স্টেশনের টেকনিশিয়ান টিম কাজ করছেন। এই নিউজ লেখা পর্যন্ত ট্রেনের ইঞ্জিনের চাকা উদ্ধার করা হয়নি।
আরো খবর.......