চট্টগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর কালো পতাকা মিছিল
- আপডেট টাইম : ০৪:৪৯:০৭ অপরাহ্ণ, শনিবার, ২৬ আগস্ট ২০২৩
- / ১০৭ ৫০০০.০ বার পাঠক
শনিবার,২৬ আগস্ট ২০২৩ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের একদফা দাবিতে চট্টগ্রাম নগরীতে কালো পতাকা মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ বিকেল সাড়ে ৪টায় নগরীর কাজীর দেউড়ী এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এই কালো পতাকা মিছিল হয়। কালো পতাকা মিছিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন।
নগরীর নাসিমন ভবন চত্বরে চট্টগ্রাম বিএনপি আহবায়ক ডা: শাহাদাত হোসেনের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সরকার যত উপায়ে ক্ষমতায় থাকার চেষ্টা করুক না কেন তাদের বিদায় নিতে হবে।
যে সব পুলিশ বা সরকারি কর্মকর্তা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের দেশের মানুষ রেহায় দিবে না বলে
মন্তব্য করেন তিনি, একটি ব্যাক্তিকে ক্ষমতায় রাখার জন্য একটি দলকে ক্ষমতার রাখার জন্য যদি জনগনের বিরুদ্ধে এই ধরণের অবস্থান নেন আজীবন জেলে কাটাতে হবে।
এতে আরও বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব, আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক, আবু সুফিয়ান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির কালো পতাকা মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লা এলাকায় এই মিছিল শেষ হয়।
কালো পতাকা মিছিল শুরুর আগে কাজীর দেউড়ী এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে হাজারো নেতাকর্মী জড়ো হন।