সাইকেল চালিয়ে গিনেস বুকে বাংলাদেশ- নড়াইল সাইকেলিস্ট
- আপডেট টাইম : ০১:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ২৪৪ ৫০০০.০ বার পাঠক
এবার ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখক মানুষের এক সঙ্গে ৫০ কি.মি. বাইসাইকেল চালানোর রেকর্ড। প্যাডেল গ্যাং নামক সাইকেলিং সংঘটনের উদ্যোগে সারা দেশের অনেক জেলা থেকে অংশগ্রহন করে ৪১০৫ জন সাইকেলিস্ট । এর মধ্যে ছিল বাংলাদেশের সাবেক একদিনের ক্রিকেট অধিনায়ক এবং মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোরতোজা এর নড়াইল জেলার ৬ জন সাইকেলিস্ট । ফাতিন আল সাদাব রাতুল,মামুন শেখ , জুবায়ের আহমেদ, প্রতিক রায় ,আলি হাসান ও ইয়াসিন শেখ । এদের মধ্যে প্রত্যেকেই রেগুলার সাইকেলিস্ট হলেও ফাতিন আল সাদাব রাতুলের ছিল একজন নতুন সাইকেলিস্ট । সেই হিসেবে এটি তার জীবনের প্রথম বড় সাইকেলিং ইভেন্ট ছিল । তার পরেও সে এটি সম্পন্ন করেছেন। মামুন শেখ একজন অনেক পুরাতন এবং অভিজ্ঞ সাইকেলিস্ট যিনি গত এক দশকেরও বেশি সময় ধরে সাইকেলিং করে চলেছেন । তার পরিচালনাতেই ছিল নড়াইল সাইকেলিস্ট । বাকিদের প্রত্যেকেই সাধারন শিক্ষার্থী যারা করে দেখিয়েছেন অসাধারান কাজ । এর মধ্যে ফাতিন আল সাদাব রাতুল একজন সঙ্গীত শিল্পী এবং একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর যার লক্ষাধিক দর্শক রয়েছে বিভিন্ন প্লাটফর্ম এ । ফাতিন আল সাদাব রাতুল জুনিয়র শিল্পী হিসেবে পরিচিত। রাতুল মূলত একজন শিশু অভিনেতা এবং তিনি ২০১৪ সালে বিটিভিতে অভিনয় করেছেন এবং ২০১৫-২০১৬ সালে বৈশাখী টিভি জুনিয়র ট্যালেন্ট সিজন ১ এ অভিনয় করেছেন। রাতুল ২০১৫ এবং ২০১৬ সালে ২টি জাতীয় শিশু পুরস্কারও জিতেছে। ২০১৫-১৬ সিজনে রাতুল প্রথম নড়াইলের বাসিন্দা হয়েছিলেন যিনি জাপানের মিৎসুবিশি ইন্টারন্যাশনাল চিলড্রেনস এনিকি ফেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। সাইকেল চালিয়ে এই রেকর্ডটি করা কোনো সহজ কাজ ছিল না তারপরেও বাংলাদেশের তরুন সমাজ এটি করে দেখিয়েছে। সাধারন জনগন ও তাদের অনেক বাহবাহ দিয়েছেন ।