গাইবান্ধায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- আপডেট টাইম : ১১:৩৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ১০২ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বুদা প্রামানিক (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এই আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ২৩ বছর পলাতক ছিলেন।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।
এর আগে শুক্রবার (১৮ আগস্ট) ওই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কনক রঞ্জন অভিযান চালিয়ে মাদারীপুর জেলা থেকে আসামি বুদা প্রামানিককে গ্রেফতার করে। তার বাড়ি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে। এ গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।
ওসি মাহাবুব আলম বলেন, সাদুল্লাপুর থানা জিআর নং-৬৮২/৯৬, এসসি নং-২৩/৯৯ মামলায় আসামি বুদা প্রামানিককে যাবজ্জীবন সাজা প্রদান করে বিজ্ঞ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এরপর আসামি আত্নসমর্পন না করে দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক ছিলেন। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদারীপুর জেলা থেকে গ্রেফতার করা হয়। আজ সকালে পুলিশ স্কটের মাধ্যমে বুদাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।