রোহিঙ্গা সংকট সমাধানে মোমেন-ব্লিনকেন ফোনালাপ
- আপডেট টাইম : ০৮:৪৪:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
- / ২৬৫ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জে ব্লিনকেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, সেক্রেটারি ব্লিনকেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ মোকাবিলা, প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা আরো গভীর করার উপায় এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন।
তাঁরা দু’জন মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের টেকসই সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও শ্রম ও মানবাধিকারের গুরুত্ব নিয়েও কথা বলেছেন।
সেক্রেটারি ব্লিনকেন ২০২১ সালের বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চ্যালেঞ্জ মোকাবিলায় নিবিড় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, তিনদিনের সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।