সংবাদ শিরোনাম ::
রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে বিএনপি’র সমন্বয় সভা
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:৩২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ৩০৭ ৫০০০.০ বার পাঠক
রাজশাহী প্রতিনিধি।।
বিএনপি’র রাজশাহী বিভাগীয় সমাবেশ আগামী ১ মার্চ হওয়ার কথা ছিলো। কিন্তু সেদিন সুবর্ণ জয়ন্তী উৎসব এর উদ্বোধন এবং তার পূর্বের দিন রাজশাহীর একটি উপজেলা ও দুইটি পৌরসভা নির্বাচন হওয়ার কারনে পূর্ব নির্ধারিত দিন থেকে একদিন পিছিয়ে পরের দিন ২ মার্চ সমাবেশের দিন ধার্য করা হয়েছে।
এ বিষয়ে জেলা ও মহানগর বিএনপি’র নেতৃবৃন্দদের অবগত এবং জেলা ও মহানগরে ব্যাপক প্রচার করার লক্ষে আজ মঙ্গলবার দুপুরে নগরীর বিএনপি কার্যালয়ে এই সমন্বয় সভা করা হয় বলে জানান সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপনের রাজশাহী বিভাগীয় আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা ও সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।
এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল ও কাঁটাখালী পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দুলাল।
আরো খবর.......