সাংবাদিক পরিবারের উপর হামলা
- আপডেট টাইম : ০৮:২৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ৪০৭ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ে সাংবাদিক শাকিল আহমেদের পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক শাকিলের বাবা, মা, চাচা ও চাচাতো ভাই আহত হয়েছে। মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) বিকালে শহরের কলেজপাড়ার আদমনগর এলাকায় সাংবাদিক শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সাংবাদিকের বাবা আদম আলী (৪৫), মা শাকিলা আক্তার (৩৫), চাচা আলম আলী (৫৫), চাচাতো ভাই লাবু (২০)। সাংবাদিক শাকিল আহমেদ দৈনিক আমাদের সময় ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। এছাড়াও সে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সদস্য ও ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনেরর সাধারণ সম্পাদক। পরিবারের স্বজনেরা বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে বাসার পাশে নদীর ধারে একটি বড়ই গাছে বড়ই পাড়তে যায় সাংবাদিক শাকিলের চাচাতো ভাই শিশু আবিদ(১০)। এসময় প্রতিবেশী রইসুল সহ তার ভায়েরা শিশু আবিদকে চরথাপ্পর দেয়। খবর পেয়ে সাংবাদিক শাকিল তাৎক্ষনিক বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করে। এসময় রইসুল, তার ভাইয়েরা ও বেশকিছু সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক শাকিলের বাড়িতে ঢুকে তার উপর হামলা করে। এসময় সাংবাদিক শাকিলকে বাচাঁতে এগিয়ে আসলে তার বাবা আদম আলী, মা শাকিলা আক্তার, বড় চাচা আলম আলী ও চাচাতো ভাই লাবুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখ…