ভুয়া মুক্তিযোদ্ধাদের কেন দেওয়া হয় মুক্তিযোদ্ধা ভাতা সহ সব ধরনের সুবিধা
- আপডেট টাইম : ০১:৫৬:৫৬ পূর্বাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০২৩
- / ২৩৮ ৫০০০.০ বার পাঠক
টাঙ্গাইল জেলায় মোট আটটি ভুয়া মুক্তিযোদ্ধা দের তালিকা আমার হাতে পেয়েছি, এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে জানা যায় ওই সময় কমান্ডারদের বক্তব্য এরকম যাদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে যাচাই-বাছাই কমিটি বাদ দিয়েছে পরবর্তীতে তারাই মুক্তিযোদ্ধার তালিকায় নাম করিয়ে এনে মুক্তিযোদ্ধা ভাতা হতে সব ধরনের সুবিধা ভোগ করছে। এবং প্রকৃতপক্ষে সবাই জানে এলাকার তারা কেউই মুক্তিযোদ্ধা নন।
মুক্তিযুদ্ধের সময় তারা অনেক ছোট ছিল কারো আবার জন্মই হয়নি তারপরও তারা মুক্তিযোদ্ধা।মুক্তিযোদ্ধার কোটায় তাদের ছেলেমেয়েরা চাকরি করছে সরকারি ভাতা সহ সব ধরনের সুবিধা পাচ্ছে। মুক্তিযোদ্ধারা হচ্ছেন বাঙালি জাতির সূর্যসন্তান। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা আর বিশ্বের বুকে এক গর্বিত মানচিত্র। ‘মুক্তিযোদ্ধা’ শব্দটি আমাদের কাছে অনেক বড় মাহাত্ম্যময়। মুক্তিযোদ্ধা শব্দটি শুনলেই শ্রদ্ধায় নত হয়ে ওঠে হৃদয়। একজন মুক্তিযোদ্ধাকেও যদি আমরা অপমান করি তবে তা হবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই সঙ্গে এ কথাটিও দৃঢ়ভাবে বলতে চাই যে, আমাদের সমাজে যদি একজন ভুয়া মুক্তিযোদ্ধাও বর্তমান থাকে, আর তারা যদি একজন মুক্তিযোদ্ধার সম্মান দাবি করে তবে সেটা হবে আমাদের দেশ ও জাতির সঙ্গে প্রতারণা— সব শহীদের সঙ্গে প্রতারণা। সুতরাং আমাদের সমাজে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা থাকতে পারবে না! তারা দণ্ডনীয় অপরাধে অপরাধী। আর তাই আমাদের দাবি ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার। আমরা আশাবাদী এই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে এই সকল সুবিধা থেকে বহিষ্কার করা।এবং শুধু সরকারকেই নয় সাথে পুরো জাতির সাথে প্রতারণা করার জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক শাস্তির দাবি জানাই।
পরবর্তী দেখতে চোখ রাখুন দৈনিক সময়ের কণ্ঠে