ভৈরবে ৩ সহোদর ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ
- আপডেট টাইম : ১১:৫৩:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩
- / ১৭৫ ৫০০০.০ বার পাঠক
হেলিম হত্যায় ৩ সহোদর ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা,ষড়যন্ত্র ও হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবীতে ভৈরবে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসিরা ।কালিকাপ্রসাদ গ্রামের স্থানীয়দের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে হাইস্কুল সড়কে ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে । মানব বন্ধনে ইসলাম উদ্দিন, ছিদ্দিক মিয়া,নজরুল ইসলাম বিপ্লব, মোঃ মনির উদ্দিন ,হুমায়ুন কবির,ফাতেমা বেগম ,জান্নাত বেগম বলেন, হেলিম হত্যা কান্ডে ষড়যন্ত্রমূলক ভাবে আলমগীর ,জাহাঙ্গীর ও শাহআলম ৩ ভাই কে ফাসাঁনো হয়েছে । তারা এ হত্যাকান্ডে কোনভাবেই জড়িত নয় । তারা অত্যান্ত ভালো মানুষ । তাই সুষ্ঠু তদন্ত করে হেলিম হত্যায় জড়িতদের গ্রেফতার করে আইনের অওতায় এনে শাস্তির জন্য প্রশাসন ও মাননীয় প্রধান মন্ত্রীর কাছে দাবী জানান তারা । মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।
উল্ল্যেখ্যঃ গত ৯ জুলাই কালিকাপ্রসাদ নিজ বাড়ি থেকে সালাম নামের এক ব্যক্তি নিহত হেলিম কে বাড়ি থেকে ডেকে নেয়ার পর সে নিখোঁজ হয় । পরে ১৫ জুলাই বিকালে মেঘনা নদীর রায়পুরা তুলাতুলি থেকে তার মৃতদেহ উদ্ধার করে , ভৈরব নৌ-থানা পুলিশ । ১৭ জুলাই নিহতের ভাই সেলিম মিয়া বাদী হয়ে ৪ জনের নাম উল্ল্যেখসহ অজ্ঞাত নামা আরো ৫/৬ জনের নামে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করে ।