দৌলতপুরে বিক্ষোভ সমাবেশ

- আপডেট টাইম : ০৬:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ২১৭ ৫০০০.০ বার পাঠক
আজ রবিবার সারা দেশে কেন্দ্রীয় ঘোষিত বিএন পি,র অরাজকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আজকের বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন ঘিওর দৌলতপুর শিবালয়ের চর বান্ধব খ্যাত মানিকগঞ্জ এক আসনের সংসদ সদস্য আলহাজ এ এম নাঈমুর রহমান দুর্জয় (এম পি),আজ বেলা ২ ঘটিকায় বিক্ষোভ মিছিলটি দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয় হতে উপজেলা চত্তর প্রদক্ষিণ করে মিছিল টি শেষ করেন। মিছিল শেষে সমাপনী বক্তব্য রাখেন এমপি দুর্জয় বলেন এদেশে কোন অরাজকতা নই রাজ্যের প্রশ্রয় দেওয়া হবে না যদি কেউ চেষ্টা করে তা প্রতিহত করার জন্য আহ্বান জানান তিনি, সরকারের উন্নয়ন মূলক কাজের রুপরেখা তুলেধরেন, এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেএী শেখ হাসিনাকে পুনরায় প্রধান মন্ত্রী করার উদার্তো আহব্বান জানান তিনি,বিক্ষোব সমাবেশের সভাপতিত্ব করেন এ কে এম আজিজুল হক,সভাপতি দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ, সন্চালনায় ছিলেন মোঃআব্দুল কদ্দুস,সাধারন সম্পাদক দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ, আরো উপস্থিত ছিলেন মোঃনুরুল ইসলাম(রাজা)দৌলতপুর উপজেলা চেয়ারম্যানও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দীয় কমিটি।