ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ফরজ বিধান পর্দা যেখানে নাই, সেখানে রহমত নাই -ছারছীনার পীর ছাহেব ভ্যাট ও শুল্ক কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে রেস্তোরা মালিক, শ্রমিকের মানববন্ধন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় বিএনপির মহাসচিব বরাবর লিখিত অভিযোগ! ব্যাংক খাত ধ্বংসের শুরুটা হয় এসকে সুরের হাত দিয়ে গ্যাস-সংকটে চট্টগ্রামে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা মাত্র ১০০ মিলিয়ন ঘনফুট হলে নতুন বিনিয়োগ বাড়বে ঢাকা রাজধানী শাজাহানপুর ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ গাজীপুরে প্রতিবেশীদের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত দুই: তদন্তে পুলিশ নাসিরনগরে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও সামাজিক উন্নয়ন বিষয়ক এ্যাডভোকেসী সভা ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত অফিস থেকে যুবকের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক

নাসিরনগরে রাজনৈতিক রোষানলের শিকার যুবকের একক মানববন্ধন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : ১১:২২:১৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • / ১৬১ ৫০০০.০ বার পাঠক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ন্যাশনাল সার্ভিস উন্নয়ন কর্মসূচির (৮ম পর্ব) আওতায় কর্মরত শেখ মামুন আহমেদ নামের এক যুবক চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতন পাওয়ার দাবিতে এককভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন রোববার (২৩ জুলাই)দুপুরে স্থানীয় শহীদ মিনার চত্বরে একাই মানববন্ধন করেছে।

মামুনের দাবি বেকার সমস্যা দূর করতে সরকারের পাইলট প্রকল্পের আওতায় চাকরিতে মনোনীত হয়ে যুব উন্নয়ন অফিস থেকে ২০২২ খ্রিস্টাব্দের ১লা সেপ্টেম্বর নাসিরনগর প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসে যোগদান করি। ভালোভাবেই কেটে যাচ্ছিলো মামুনের চাকরির দিনকাল। কিন্তু তার জন্য কাল হয় গত আড়াই মাস আগে কলেজ মোড়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ। ওই সংঘর্ষে আহত উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাসির রহমান কে মানবিক কারনে রাস্তা থেকে তুলে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছিল মামুন।

সেই দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়।এতে মামুনের বিরাগভাজন হয় যুব উন্নয়ন ও প্রাণিসম্পদ কর্মকর্তার দপ্তরের কর্তাব্যক্তিগণ।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরে আলম মামুনকে বলেন, তুমি রাজনীতি করো। মিটিং মিছিল করো। এই অফিসে আর কাজ করতে পারবে না।এর পর অফিসে আসলে পুলিশে দেয়ার হুমকি দেন।

গত জুন মাস থেকে অদ্যাবধি অফিসে যেতে পারছে না মামুন। আর এপ্রিল মাস থেকে মাসিক সম্মানি ৬০০০ হাজার টাকা বন্ধ। মামুনের কোনো আকুতি মিনতিই মন গলাতে পারছে না তাদের। গত ৪ মাস ধরে মানববেতর জীবনযাপন করছে সে। অথচ নিয়োগপত্রের কোথাও লেখা নেই রাজনীতি করলে চাকরি করা যাবে না। যুব উন্নয়ন কার্যালয় বলছে নির্বাহী কর্মকর্তার নির্দেশে অফিসে ডিউটি ও বেতন বন্ধ রাখা হয়েছে। আর ইউএনও বলছেন বেতন বন্ধ করতে কাউকে নির্দেশ দেননি।
মামুন জানান, শুধূ রাজনীতি নয় গত বছর প্রত্যয়ন দেয়ার সময় সকলের কাছ থেকে যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ৮০ হাজার টাকা ঘুষ আদায় করেছিলেন। তখন অনৈতিক এই কাজে আমি বাধা দিয়েছি। এরপর থেকেই তারা আমার উপর ক্ষুব্ধ। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরে আলম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক দল করা বা সমর্থন করা ব্যক্তিগত বিষয়। এর জন্য চাকরি যাবে কেন? আমি তার বেতন বন্ধ করিনি। অফিসে আসতেও বারণ করিনি। উনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত দিতে বলেন। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। খোঁজখবর নিয়ে বলতে পারবো।
[25/07, 4:57 pm] D Nawdoly: নেসকো উপকেন্দ্রে শর্ট সার্কিট, নওগাঁ ও বগুড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নওগাঁ প্রতিনিধি :নওগাঁয় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) উপকেন্দ্রের প্যানেল বোর্ডে আকস্মিক শর্টসার্কিট হয়েছে। এতে বেশ কয়েকটি তার পুড়ে যাওয়ায় মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে নওগাঁ ও পার্শ্ববর্তী বগুড়া জেলার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন এলাকাবাসী।
জানা গেছে, শহরের কাঁঠালতলী মহল্লায় নেসকোর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের প্যানেল বোর্ডে মঙ্গলবার সকালে আকস্মিক ত্রুটি দেখা দেয়। মুহূর্তের মধ্যেই পুড়ে যায় কন্ট্রোল সিস্টেমের বেশ কয়েকটি তার। যার প্রভাব পড়ে নওগাঁ নেসকোর আওতাধীন ১৪টি ফিডারে। এসব ফিডারের আওতায় থাকা নওগাঁ ও পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলা এবং সান্তাহার পৌরসভা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সকাল থেকে বিদ্যুৎ না পেয়ে চরম দুর্ভোগের পড়েন দুই জেলার বাসিন্দারা।
নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মালিহা তাবাসসুম জিম বলেন, সকাল থেকে বাড়িতে বিদ্যুৎ নেই। এজন্য সময় মতো স্কুলেও যেতে পারিনি। বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে পরিবারের প্রত্যেকে অসুস্থ হওয়ার মতো অবস্থা। সময়মতো খাবার খেতে পারিনি। এখন কোচিংয়ে যেতে পারবো কি না সেটাও বুঝে উঠতে পারছি না। এভাবে বিদ্যুৎ সমস্যা অব্যাহত থাকলে আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে।
নওগাঁ জেনারেল হাসপাতালের আব্দুল জলিল হেমো ডায়ালাইসিস ইউনিটের সিনিয়র স্টাফ নার্স মেমি খাতুন বলেন, কিডনি রোগীদের ডায়ালাইসিস নেয়া অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ সংযোগ না থাকায় সকাল থেকেই রোগীদের আইপিএস জেনারেটর দিয়ে সেবা দিতে হচ্ছে। এক্ষেত্রে ডায়ালাইসিস মেশিনের সমস্যা হওয়ায় রোগীদেরও বাড়তি দুর্ভোগে পড়তে হচ্ছে।
এ বিষয়ে নেসকো নওগাঁ বিক্রয় ও বিতরণ (দক্ষিণ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানজিমুল হক বলেন, উপকেন্দ্রের কন্ট্রোল সিস্টেমের কিছু তার পুড়ে যাওয়ায় সবকটি ফিডারের সংযোগ বন্ধ হয়ে পড়েছিল। পরে রাজশাহী থেকে প্রটেকশন টিম এসে প্যানেল বোর্ডের ত্রুটি সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। শীঘ্রই সবকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছি।

নিজস্ব প্রতিনিধি।
২৫.০৭.২০২৩

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নাসিরনগরে রাজনৈতিক রোষানলের শিকার যুবকের একক মানববন্ধন

আপডেট টাইম : ১১:২২:১৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ন্যাশনাল সার্ভিস উন্নয়ন কর্মসূচির (৮ম পর্ব) আওতায় কর্মরত শেখ মামুন আহমেদ নামের এক যুবক চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতন পাওয়ার দাবিতে এককভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন রোববার (২৩ জুলাই)দুপুরে স্থানীয় শহীদ মিনার চত্বরে একাই মানববন্ধন করেছে।

মামুনের দাবি বেকার সমস্যা দূর করতে সরকারের পাইলট প্রকল্পের আওতায় চাকরিতে মনোনীত হয়ে যুব উন্নয়ন অফিস থেকে ২০২২ খ্রিস্টাব্দের ১লা সেপ্টেম্বর নাসিরনগর প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসে যোগদান করি। ভালোভাবেই কেটে যাচ্ছিলো মামুনের চাকরির দিনকাল। কিন্তু তার জন্য কাল হয় গত আড়াই মাস আগে কলেজ মোড়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ। ওই সংঘর্ষে আহত উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাসির রহমান কে মানবিক কারনে রাস্তা থেকে তুলে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছিল মামুন।

সেই দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়।এতে মামুনের বিরাগভাজন হয় যুব উন্নয়ন ও প্রাণিসম্পদ কর্মকর্তার দপ্তরের কর্তাব্যক্তিগণ।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরে আলম মামুনকে বলেন, তুমি রাজনীতি করো। মিটিং মিছিল করো। এই অফিসে আর কাজ করতে পারবে না।এর পর অফিসে আসলে পুলিশে দেয়ার হুমকি দেন।

গত জুন মাস থেকে অদ্যাবধি অফিসে যেতে পারছে না মামুন। আর এপ্রিল মাস থেকে মাসিক সম্মানি ৬০০০ হাজার টাকা বন্ধ। মামুনের কোনো আকুতি মিনতিই মন গলাতে পারছে না তাদের। গত ৪ মাস ধরে মানববেতর জীবনযাপন করছে সে। অথচ নিয়োগপত্রের কোথাও লেখা নেই রাজনীতি করলে চাকরি করা যাবে না। যুব উন্নয়ন কার্যালয় বলছে নির্বাহী কর্মকর্তার নির্দেশে অফিসে ডিউটি ও বেতন বন্ধ রাখা হয়েছে। আর ইউএনও বলছেন বেতন বন্ধ করতে কাউকে নির্দেশ দেননি।
মামুন জানান, শুধূ রাজনীতি নয় গত বছর প্রত্যয়ন দেয়ার সময় সকলের কাছ থেকে যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ৮০ হাজার টাকা ঘুষ আদায় করেছিলেন। তখন অনৈতিক এই কাজে আমি বাধা দিয়েছি। এরপর থেকেই তারা আমার উপর ক্ষুব্ধ। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরে আলম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক দল করা বা সমর্থন করা ব্যক্তিগত বিষয়। এর জন্য চাকরি যাবে কেন? আমি তার বেতন বন্ধ করিনি। অফিসে আসতেও বারণ করিনি। উনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত দিতে বলেন। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। খোঁজখবর নিয়ে বলতে পারবো।
[25/07, 4:57 pm] D Nawdoly: নেসকো উপকেন্দ্রে শর্ট সার্কিট, নওগাঁ ও বগুড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নওগাঁ প্রতিনিধি :নওগাঁয় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) উপকেন্দ্রের প্যানেল বোর্ডে আকস্মিক শর্টসার্কিট হয়েছে। এতে বেশ কয়েকটি তার পুড়ে যাওয়ায় মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে নওগাঁ ও পার্শ্ববর্তী বগুড়া জেলার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন এলাকাবাসী।
জানা গেছে, শহরের কাঁঠালতলী মহল্লায় নেসকোর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের প্যানেল বোর্ডে মঙ্গলবার সকালে আকস্মিক ত্রুটি দেখা দেয়। মুহূর্তের মধ্যেই পুড়ে যায় কন্ট্রোল সিস্টেমের বেশ কয়েকটি তার। যার প্রভাব পড়ে নওগাঁ নেসকোর আওতাধীন ১৪টি ফিডারে। এসব ফিডারের আওতায় থাকা নওগাঁ ও পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলা এবং সান্তাহার পৌরসভা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সকাল থেকে বিদ্যুৎ না পেয়ে চরম দুর্ভোগের পড়েন দুই জেলার বাসিন্দারা।
নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মালিহা তাবাসসুম জিম বলেন, সকাল থেকে বাড়িতে বিদ্যুৎ নেই। এজন্য সময় মতো স্কুলেও যেতে পারিনি। বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে পরিবারের প্রত্যেকে অসুস্থ হওয়ার মতো অবস্থা। সময়মতো খাবার খেতে পারিনি। এখন কোচিংয়ে যেতে পারবো কি না সেটাও বুঝে উঠতে পারছি না। এভাবে বিদ্যুৎ সমস্যা অব্যাহত থাকলে আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে।
নওগাঁ জেনারেল হাসপাতালের আব্দুল জলিল হেমো ডায়ালাইসিস ইউনিটের সিনিয়র স্টাফ নার্স মেমি খাতুন বলেন, কিডনি রোগীদের ডায়ালাইসিস নেয়া অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ সংযোগ না থাকায় সকাল থেকেই রোগীদের আইপিএস জেনারেটর দিয়ে সেবা দিতে হচ্ছে। এক্ষেত্রে ডায়ালাইসিস মেশিনের সমস্যা হওয়ায় রোগীদেরও বাড়তি দুর্ভোগে পড়তে হচ্ছে।
এ বিষয়ে নেসকো নওগাঁ বিক্রয় ও বিতরণ (দক্ষিণ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানজিমুল হক বলেন, উপকেন্দ্রের কন্ট্রোল সিস্টেমের কিছু তার পুড়ে যাওয়ায় সবকটি ফিডারের সংযোগ বন্ধ হয়ে পড়েছিল। পরে রাজশাহী থেকে প্রটেকশন টিম এসে প্যানেল বোর্ডের ত্রুটি সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। শীঘ্রই সবকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছি।

নিজস্ব প্রতিনিধি।
২৫.০৭.২০২৩