কুৃমিল্লা পুলিশ সুপারের সহায়তায় ও টি আই এর অভিযানে – কুৃমিল্লার সড়কে স্বস্তি ফিরে এসেছে
- আপডেট টাইম : ০৮:৫৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ১৩৮ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান – বাংলাদেশের কুৃমিল্লা জেলা একটি সিমান্তবর্তী জেলা, যে কারনে অবাধে অবৈধ যানবাহন আসে – সিমান্ত ফেরিয়ে চোরাচালানের মাধ্যমে উক্ত জেলায়। এছাড়াও আনফিট, মেয়াদোওীর্ন পরিবহনে সয়লাব কুৃমিল্লা। যা পূর্বে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়, যার প্রেক্ষিতে – কুমিল্লার বর্তমান পুলিশ সুপার – আব্দুল মান্নান বিপিএম(বার) এর সহায়তায় ও কুমিল্লার টি আই – জিয়াউল চৌধুরী’র বিভিন্ন অভিযানে – গত – দশ মাসে যথাক্রমে – ১/ সেপ্টেম্বর/২০২২ ইং’তে – দাখিল কৃত প্রশিকিউশনের সংখ্যা – ৮২৪, ও আরোপিতো জরিমানার পরিমান – ২৬,০২,০০০ টাকা। ২/ অক্টোবর/২০২২ ইং’তে – দাখিলকৃত প্রশিকিউশনের সংখ্যা – ৯৬৭, ও আরোপিতো জরিমানার পরিমান – ২৯,৯০,৫০০ টাকা। ৩/ নভেম্বর/২০২২ ইং’তে – দাখিলকৃত প্রশিকিউশনের সংখ্যা – ৮০৮, ও আরোপিতো জরিমানার সংখ্যা – ২৪,৫৩,০০০ টাকা। ৪/ ডিসেম্বর/২০২২ ই’তে – দাখিলকৃত প্রশিকিউশনের সংখ্যা – ৬৫৪, আরোপিতো জরিমানার পরিমান – ২০,১৭,০০০ টাকা। ৫/ জানুয়ারী/২০২৩ ইং’তে – দাখিলকৃত প্রশিকিউশনের সংখ্যা – ১২৫০, ও আরোপিতো জরিমানার পরিমান – ৩৯,৮২,০০০ টাকা। ৬/ফেব্রুয়ারি/২০২৩ ইং’তে – দাখিলকৃত প্রশিকিউশনের সংখ্যা – ৮০৭, ও আরোপিতো জরিমানার পরিমান – ২৭,২৯,০০০ টাকা। ৭/ মার্চ/২০২৩ ইং’তে – দাখিলকৃত প্রশিকিউশনের সংখ্যা – ৮১৬, ও আরোপিতো জরিমানার পরিমান – ২৬,৫৭,৫০০ টাকা। ৮/ এপ্রিল/২০২৩ ইং’তে – দাখিলকৃত প্রশিকিউশনের সংখ্যা – ৬৯৩, ও আরোপিতো জরিমানার পরিমান – ২৫,২৩,৫০০ টাকা। ৯/ মে/২০২৩ ইং’তে – দাখিলকৃত প্রশিকিউশনের সংখ্যা – ১২৬৪, ও আরোপিতো জরিমানার পরিমান – ৪৪,৬৭,০০০ টাকা। ১০/ জুন/২০২৩ ইং’তে – দাখিলকৃত প্রশিকিউশনের সংখ্যা – ৮৪২, ও আরোপিতো জরিমানার পরিমান – ২৯,৪৫,০০০ টাকা। সর্বমোট : দাখিলকৃত প্রশিকিউশনের সংখ্যা – ৮৯২৫, ও আরোপিতো জরিমানার পরিমান – ২,৯৩,৬৬,৫০০ টাকা। এছাড়াও বিভিন্ন অভিযানে অবৈধ মোটর সাইকেল – ৪,৮০৪ টি, সিএনজি – ৮৪৬ টি, বাস – ১৭৪ টি, ট্রাক – ৮০৩ টি, পিকআপ -১৩৩৩ টি, প্রাইভেট কার – ১৭২ টি, মাইক্রো বাস – ২৩১ টি, কাভার্ড ভ্যান – ৩২৭ টি – আটক করা হয়।
আটককৃত – মোটর সাইকেল ৪,৮০৪ টির মামলার জরিমানার পরিমান – ১,৪৪,১২,০০ টাকা, ও সিএনজি – ৮৪৬ টির মামলার জরিমানার পরিমান – ২৫,৩৮,০০০ টাকা।
অবৈধ যানবাহনের বিরুদ্ধে – অভিযান চলমান থাকবে – দৈনিক সময়ের কন্ঠ এর প্রতিনিধিদের জানান – কুমিল্লার ট্রাফিক ইন্সপেক্টর – জিয়াউল চৌধুরী।