ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন: বৈদ্যুতিক বাল্ব মার্কার প্রচারণায় গণমানুষের ঢল বাড়ির উঠানে ধান শুকানোর সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু পটুয়াখালী আমখোলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ রাজধানীর কালশীতে ট্রাফিক পুলিশের বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত অটোরিকশা চালকরা জামালপুরে পাট চাষে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নতুন পরিবেশবান্ধব আসবাবপত্র তৈরি হচ্ছে পরিত্যক্ত সুপারির খোলসে পার্বতীপুরে সেচ মৌসুম গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে কৃষকরা মোংলায় ফ্যামিলি সাইকেল র‍্যালি নরসিংদীতে বজ্রপাতের পৃথক ঘটনায় মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু জামালপুরে ধানের বাজার মধ্যস্বত্বভোগীরদের দখলে

নবীনগরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-লুটপাটের মামলায় গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও লুটপাটের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ জুলাই) আসামিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠায় পুলিশ। ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।

এজাহারের বলা হয়েছে, উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ও বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের বাড়িতে গত ২০ জুলাই দুপুরে প্রতিবেশী আবুল হোসেনের নেতৃত্বে সশস্ত্র লোকজন হামলা ও লুটপাট চালায়। সেসময় হামলাকারীরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে। পরে এ বিষয়ে আবদুল কুদ্দুস চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দেন। তবে অভিযুক্ত আবুল হোসেন বলেন, ‘যে বাড়িতে ভাঙচুর হয়েছে, সেই বাড়ির জায়গার মালিক আমি। কুদ্দুস আমার জায়গায় জোর করে রাতের আঁধারে দেয়াল নির্মাণ করে ঘর তোলার চেষ্টা করেছিল। তাই আমি সেগুলো ভাঙচুর করে ফেলে দিয়েছি। লুটপাটের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, ওই জায়গা নিয়ে আদালতে দুপক্ষেরই মামলা চলমান আছে।

ওসি মাহাবুব আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধার অভিযোগটি শনিবার রাতে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। প্রধান আসামির ছেলে এজাহারভুক্ত মেরাজুলকে সকালে বাড়ি থেকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন: বৈদ্যুতিক বাল্ব মার্কার প্রচারণায় গণমানুষের ঢল

নবীনগরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-লুটপাটের মামলায় গ্রেফতার

আপডেট টাইম : ০১:৫৪:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২৩ জুলাই ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও লুটপাটের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ জুলাই) আসামিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠায় পুলিশ। ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।

এজাহারের বলা হয়েছে, উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ও বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের বাড়িতে গত ২০ জুলাই দুপুরে প্রতিবেশী আবুল হোসেনের নেতৃত্বে সশস্ত্র লোকজন হামলা ও লুটপাট চালায়। সেসময় হামলাকারীরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে। পরে এ বিষয়ে আবদুল কুদ্দুস চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দেন। তবে অভিযুক্ত আবুল হোসেন বলেন, ‘যে বাড়িতে ভাঙচুর হয়েছে, সেই বাড়ির জায়গার মালিক আমি। কুদ্দুস আমার জায়গায় জোর করে রাতের আঁধারে দেয়াল নির্মাণ করে ঘর তোলার চেষ্টা করেছিল। তাই আমি সেগুলো ভাঙচুর করে ফেলে দিয়েছি। লুটপাটের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, ওই জায়গা নিয়ে আদালতে দুপক্ষেরই মামলা চলমান আছে।

ওসি মাহাবুব আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধার অভিযোগটি শনিবার রাতে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। প্রধান আসামির ছেলে এজাহারভুক্ত মেরাজুলকে সকালে বাড়ি থেকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’