হিরো আলমকে গণ প্রতিরোধের নামে বেধড়ক পিটুনি, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়

- আপডেট টাইম : ০৫:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ২৭০ ১৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান – ১৭ ই জুলাই / ২০২৩ ইং তারিখে ঢাকা – ১৭ আসনের উপনির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে স্বঘোষিত হিরো আলমকে গণ প্রতিরোধের নামে ধাওয়াসহ বেধড়ক পিটুনি দেয়ার অভিযোগ উঠেছে। তাঁকে দৌড়ে দৌড়ে কিল, ঘুষি, লাত্থি মারার ঘটনা ঘটে। পরে সে গুলশানের বাইরে বেটার লাইফ হাসপাতালে ভর্তি হয়েছেন। হামলার সময় কিছু লোককে জয় বাংলা স্লোগান দিতেও শুনেছেন প্রত্যক্ষদর্শীরা। গতকাল বিকেল তিন টার দিকে বনানী বিদ্যা নিকেতন স্কুলস্থ ভোটকেন্দ্রের অদূরেই ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওচিত্রে দেখা যায়, হিরো আলম একাকী যানবাহন শূন্য রাস্তায় দৌড়াচ্ছেন এবং নিজের একহাত কানে চাপা দিয়ে রেখেছেন। উক্ত সময়ে তাঁর সহযোগী কাউকে আশেপাশে দেখা যায়নি। হিরো আলমের উপর ধাওয়া ও বেধড়ক পিটুনির ঘটনাকে কেউ কেউ সচেতন বাসিন্দাদের প্রতিরোধ ও গণপিটুনি বলে উল্লেখ করেছেন। তবে আক্রান্ত হিরো আলমের সমর্থকরা এ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, গণ প্রতিরোধের নামে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। নির্বাচনে হিরো আলম নৌকা প্রার্থী’র কাছে পরাজিত হয়।