বাঘের কোন নির্দিষ্ট বন নেই-বাঘ যে বনে যায় সেটাই তার রাজ্য”
- আপডেট টাইম : ০৩:১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ১৩৯ ৫০০০.০ বার পাঠক
ক্যাপশন দেখে হয়তো আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন আমি কার কথা বলছি, একটা মানুষকে মনে রাখার মতো নাম শামীম ওসমান, (জন্ম: ২৮ ফেব্রুয়ারি ১৯৬১) বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ যিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য।
ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,
নারায়ণগঞ্জ-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২০৭নং আসন।
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০,
যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন।
সংসদের মেয়াদকাল পাঁচ বছর।
জেলা-নারায়ণগঞ্জ জেলা
বিভাগ-ঢাকা বিভাগ
মোট ভোটার ৬,৫১,১২৩ (২০১৮)
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট-১৯৮৪
দল-বাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদ- শামীম ওসমান
সীমানা–সম্পাদনা
নারায়ণগঞ্জ-৪ আসনটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত।
এই আসনটিতে নির্বাচিত সাংসদ ছিলেন,
সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৮৬ আবদুস সাত্তার জাতীয় পার্টি,
১৯৯১ সিরাজুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল,
ফেব্রুয়ারি ১৯৯৬ মোহাম্মদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল,
জুন ১৯৯৬ শামীম ওসমান বাংলাদেশ আওয়ামী লীগ,
২০০১ মুহাম্মদ গিয়াস উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল,
২০০৮ কবরী সারোয়ার বাংলাদেশ আওয়ামী লীগ,
২০১৪ শামীম ওসমান বাংলাদেশ আওয়ামী লীগ,
২০১৮ শামীম ওসমান বাংলাদেশ আওয়ামী লীগ,
(২০১০-এর দশকে নির্বাচন-সম্পাদনা)
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শামীম ওসমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সত্যিকার অর্থে বাংলাদেশের ৩০০ টি এমপির মধ্যে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করার ক্ষমতা শামীম ওসমানের মাঝে প্রত্যক্ষ করা যায়, আর যার কারণে তার ভক্তকুলরা বলে থাকেন
আমেরিকা শহরে থাইকা মনে কইরো না আমেরিকা শহর তোমার!
কথা শেষ…বাঘের কোন নির্দিষ্ট বন নেই বাঘ যে বনে যায় সেটাই তার রাজ্য, সব জায়গাতেই হুংকার বলবৎ থাকে।
শামীম ওসমানের সম্পর্কে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সময়ের কণ্ঠ পত্রিকায়।