চট্রগ্রামের ইপিজেড থানা অফিসার ও ফোর্সের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা সম্পন্ন
- আপডেট টাইম : ০৪:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ১৪৫ ৫০০০.০ বার পাঠক
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম-পিপিএম (বার) গতকাল ০৫ জুলাই, সন্ধ্যায় আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতির বিষয়ে নগরীর ইপিজেড থানার অফিসার ও ফোর্সের সাথে বিশেষ ব্রিফিং করেন।
এসময় তিনি নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সিএমপি কমিশনার মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ,উপ – পুলিশ কমিশনার বন্দর জোন শাকিলা সুলতানা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম, ওসি তদন্ত মোঃ নুরুজ্জামান ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।