নওগাঁ আত্রাই উপজেলায় পতিতা মেয়ে দিয়ে অর্থ আত্মসাত ও ব্ল্যাকমেল করছে রাজুর সিন্ডিকেট চক্র

- আপডেট টাইম : ১১:৪১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
- / ৭৯৪ ১৫০০০.০ বার পাঠক
নওগাঁ আত্রাইয়ে পতিতা মেয়ে দিয়ে অর্থ আত্মসাত ও ব্ল্যাকমেল করছে রাজু সহ আরো ৩ সদস্য। এই চক্র ফাঁদে পড়ে নারী লোভী ১/ শ্রী পরিমল প্রাং পিতা মৃত সুধীর প্রাং গ্রাম সগুনা ও ২/ শ্রী তপন কুমার বিশ্বাস (৫০) নিজ থানায় অভিযোগ দায়ের করেন। এই চক্র প্রধান ১/ মোঃ রাজু আহমেদ (৩৫) পিতা মৃত মোঃ নজরুল ইসলাম ২ /মোঃ তুষার মন্ডল (৪২) পিতা মৃত কয়েম উদ্দিন মন্ডল ৩/ মোঃ আলমগীর হোসেন (৪৫) পিতা মৃত মোঃ সাদিয়ার রহমান ৪/ মোঃ নিজাম উদ্দিন (৪০) পিতা মৃত হবিবর রহমান।
চক্রের প্রধান রাজু আহমেদের সক্রিয় সদস্য মোঃ তুষার মন্ডল রাত্রি ৯ টা সময় সিএনজি চালক মোঃ সানু (৪২) গ্রাম পৈসাঁওতা কে মুঠো ফোনে কল দিয়ে সিএনজি নিয়ে যেতে বলে ও মায়ের অসুস্থতার কথা বলে ডেকে নেয় আত্রাই সিএনজি স্ট্যান্ড ও পতিতা মেয়ে নিয়ে তুষার প্রতারচক্রের রাজুর বাড়িতে নিয়ে যায়।
১/ বিবাদী শ্রী পরিমল প্রাং বলেন এই সময়ের মধ্যে চক্রের প্রধান রাজু আহমেদ স্বপন চক্রবর্তীর দোকান থেকে তপন মাস্টার ও আমাকে কে মুরগির পিকনিকের দাওয়াত দিয়ে রাত্রে ৭ ঘটিকায় ডেকে নেন তার নিজ বসত বাড়িতে এবং বাড়িতে যাওয়ার পর নারী লোভী তপন মাস্টার তার উদ্দেশ্য হাসিল করে ভাড়াটিয়া পতিতার সঙ্গে ওই সময় আমি বাইরে বসে ছিলাম এবং চক্রের প্রধান রাজু রান্নাঘরে গিয়ে রান্না করতেছিল এর পরে তপন মাস্টারকে উলঙ্গ করে ভিডিও ছবি তুলে এবং আমার সঙ্গে একই কাজ করে রাজু, তুষার, নিজাম ও মেম্বার আলমগীর এবং জোরপূর্বক ভাবে নন জুডিশিয়াল স্ট্যাম্পের এর উপরে স্বাক্ষর নেই ও অর্থ দাবি করে।
উপরোক্ত ঘটনার ১নং বিবাদী মোঃ রাজু আহমেদ ও ৪নং বিবাদী মোঃ আলমগীর হোসেন ও ৩নং বিবাদী নিজাম উদ্দিন এর সত্যতা প্রমাণ করে এবং রাজু আহমেদ বলেছেন আর্থিক অসচ্ছলতা ঋণগ্রস্ততা এর কারণে কিছু ভিডিও আছে যারা আমরা মোটা অংকের টাকা নিতে পারবো ও ৪নং বিবাদী মোঃ আলমগীর হোসেন বলেন নিজাম আমাকে আনুমানিক বারোটার দিকে ডেকে নেন রাজুর বাড়িতে এবং ওইখানে গিয়ে দেখি তুষার রাজু ও নিজাম ওই মেয়েকে সহ তপন মাস্টার ও পরিমলকে নিয়ে ছবি উঠাচ্ছে। কিন্তু নিজাম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলে আনুমানিক ১টা দিকে আমাকে ডেকে নিয়েছে আলমগীর মেম্বার।
এই অভিযোগের বিষয়টি নিয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জ তারিকুল সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা অভিযোগ পেয়েছি।