বরিশালে বরযাত্রীবাহী মাইক্রোবাস ও দুই বাসের সংঘর্ষে আহত ৫
- আপডেট টাইম : ০৭:১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
- / ১২৭ ৫০০০.০ বার পাঠক
বরিশালের গৌরনদীতে বরযাত্রীবাহী মাইক্রোবাস ও দুই বাসের ত্রিমুখী সংঘর্ষে বরসহ অন্তত ৫ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত মাইক্রোবাসচালক মো. হানিফ সিকদারকে (৩৭) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনায় আহত বাকি ৪ জন হলেন- মো. কাওছার সিকদার (৩২), মো. রমজান লস্কর (৩৩), মেঘলা খানম (১৯) ও ফাতেমা (৮)। তাদের স্থানীয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এলাকাবাসী ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস এবং একটি বাস কনের বাড়ি গৌরনদীর বাটাজোরের উদ্দেশে রওনা হয়। বরযাত্রী বহনকারী যানবাহন দু’টি দুপুর আড়াইটার দিকে গৌরনদীর বড়বাড়ি বাস স্ট্যান্ডসংলগ্ন ফারুক ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রচেষ্টা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি ছিটকে পেছনে থাকা বরযাত্রীবাহী বাসের ওপর আছড়ে পড়ে। এতে মাইক্রোবাসের সামনের ও পেছনের অংশ এবং যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ছাড়া বরযাত্রীবাহী বাসটির সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এতে মাইক্রোবাসের ভেতরে থাকা বরসহ অন্তত ৫ জন আহত হয়।
এ সময় মাইক্রোবাসচালক হানিফ সিকদার গুরুতর আহত অবস্থায় ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের দুটি পৃথক দল ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসের সামনের অংশ কেটে চালককে উদ্ধার করে। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, দুর্ঘটনার জন্য দায়ী প্রচেষ্টা পরিবহনের বাসটিকে (ঢাকা মেট্রো-ব ১৫-৪৭৬০) আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।