ময়মনসিংহে দন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
- আপডেট টাইম : ১১:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ১৩১ ৫০০০.০ বার পাঠক
ময়মনসিংহের ভালুকায় কালু ফকির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. শাহজাহান ফকির (৬৫) কে গ্রেফতার করেছে র্যাব – ১৪, ময়মনসিংহ। ২৮ জুন বুধবার সকালে ভালুকা উপজেলার কুর্শাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক, অপারেশন ও মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান ভিকটিম কালু ফকির (৫০) ও আসামীগণ পরস্পর আত্মীয়- স্বজন ও সম্পত্তির অংশীদার। জমি ভাগাভগিকে কেন্দ্র করে ১৯৯৫ খ্রীষ্টাব্দের ১৮ জুলাই সময় অনুমান সকাল ৯ টায় ভিকটিম কালু ফকির চান্দরাটি বাজার থেকে বাড়ীর উদ্দেশ্যে ফেরার পথে বিবাদী শাহজাহান ফকিরের হুকুমে অন্যান্য আসামীগণ উৎ পেতে থাকে। কালু ফকির ঘটনাস্থলে পৌঁছার সাথে সাথে একা পেয়ে তার পথরোধ করে উপুর্যপরি মারধর করে। মাছ ধরার কোচ দিয়ে পেটে আঘাতের মাধ্যমে রক্তাক্ত জখম করে ভিকটিমকে ঘটনাস্থলেই নৃশংসভাবে হত্যা করে।
এরই পরিপ্রেক্ষিতে, ভিকটিমের স্ত্রী মোছা. রোকেয়া খাতুন (৩৮) বাদী হয়ে আসামী শাহজাহান ফকির’সহ আরো ০৮ জনের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামী মোঃ শাহজাহান ফকির গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে।
ঘটনার বিবরণে জানা যায়, চলতি বছরে ১৩ জুন তারিখে উক্ত মামলার আসামী মো. শাহজাহান ফকির, মো. আনিস ও মো. আলমকে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন এবং অপর আসামীদেরকে বেকসুর খালাস প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।