রুহিয়ায় রাস্তার কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ

- আপডেট টাইম : ০২:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১২৫ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও: রুহিয়ায় একটি রাস্তার কাজের বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। সরজমিনে রাস্তাটি পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এলজিইডি ঠাকুরগাঁও কর্তৃক বাস্তবায়িত রুহিয়া থানার ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর কাকলী স্কুল হতে গুদামপাড়া বেকামনিডাঙ্গা স্কুল পর্যন্ত ১৪ শত মিটার রাস্তাটির প্রাকল্পিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৪ লক্ষ ৫১ হাজার টাকা। এতে দেখা গেছে, নিম্ন মানের ইট, মাটি মিশ্রিত বালি, নিম্ন মানের খোয়া দিয়ে কোনো মতে দায়সারা গোছের কাজ চলছে।
মধুপুর কাকলীর সুয়েল, দিপু, রিপু, হরেন্দ্রনাথ সহ এলাকার অনেকেই বলেন, দীর্ঘদিন পড়ে আমাদের প্রত্যাশিত রাস্তাটির কাজ হচ্ছে জেনে আমরা এলাকাবাসী আনন্দিত। কিন্তু অতিব দুঃখের বিষয় নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তাটির কাজ হচ্ছে এটি মেনে নেয়া যায় না। তাই এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার মাসুদ রানা রুহিয়ার ২ জন নেতার নাম উল্লেখ করে বলেন, আপনি তাদের সাথৈ যোগাযোগ করেন। তাদেরকে দেখভাল করার দায়িত্ব দেয়া হয়েছে।
এলজিইডি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের বলেন, শুরুতে ইটের মান খারাপ থাকায় ঠিকাদারকে সতর্ক করা হয়েছে। এমনকি এমপি স্যারও ঠিকাদারকে নিজে সতর্ক করেছেন। পরবর্তীতে কাজের মান ভালো বলে উল্লেখ করেন তিনি।