কিশোরগঞ্জে সদর উপজেলায় স্বামীর ছুরিকাঘাত স্ত্রী খুন স্বামীসহ আটক ২
- আপডেট টাইম : ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ১১৬ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জে ছুরিকাঘাতে এক গৃহবধূকে
হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) সন্ধ্যার দিকে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কালাইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আল আমিন হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম শাবনূর আক্তার ওরফে স্বপ্ন। তার ছয় ও চার বছর বয়সি দুই ছেলে রয়েছে। শাবনূরের স্বামী একই উপজেলার শহীদ ছাড়াও অপর আটক ব্যক্তি হলেন কালাইহাটি গ্রামের আলামিন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, স্বামী শহীদের সঙ্গে পারিবারিক কলহের জেরে শাবনূর তার দুই শিশুছেলেকে নিয়ে দুই বছর ধরে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে গরু আনতে যায় শাবনূর। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান আলামিন। স্থানীয়রা গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।