আজ ঐতিহাসিক ২৩শে জুন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী
- আপডেট টাইম : ০৩:০৫:২১ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১০৪ ৫০০০.০ বার পাঠক
আজকের এইদিনে ১৯৪৯ সালে ২৩শে জুন পুর্বপকিস্তানে গঠিত হয়ে ছিল আওয়ামীলীগ নামের এই রাজনৈতিক সংগঠন। যে রাজনৈতিক সংগঠন পরবর্তীতে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র বাঙালি জাতিকে উপহার দিয়েছিল। পর্যায়ক্রমে বাংলাদেশ আওয়ামীলীগের অনেক অনেক প্রাপ্তি ও ত্যাগের ইতিহাস আছে। যা দেশ ও বিশ্ব ইতিহাসে প্রমান বহন করে।
ইতিহাসের এই স্বরনীয় দিনটিকে দেশের জনগনকে মনে করে দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামীলীগ সারাদেশে বিশেষ কর্মসূচি গ্রহণ করেন। যার ধারাবাহিকতায় দৌলতপুর উপ জেলা আওয়ামীলীগ সকাল ১১.৩০ ঘটিকায় দলিয় কার্যালয়ে দলিয় ও জাতীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন, বিশেষ আনন্দ রেলী সর্বশেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি করেন। এই কর্মসূচির ধারাবাহিকতায় দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ উক্ত কর্মসূচির আয়োজন করেন, কর্মসুচির মধ্যে আনন্দো শোভাযাত্রাটি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন, শোভাযাত্রায় প্রায় ২০০/৩০০নেতা কর্মীর উপস্থিতি শোভা পায়। দৌলতপুর উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,মহিলালীগ সহ সাধারন জনগন উপস্থিত ছিলেন। এই আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সন্পাদক জননেতা মোঃআব্দুল কদ্দুস এবং দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা মোঃএ কে এম আজিজুল হক, সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন। শোভাযাত্রাটি দৌলতপুর উপজেলা চত্তর ঘুরে এসে পার্টি অফিসে এসে, আলোচনা সভার আয়োজন করেন সেখানে উপস্থিত সকল নেতাকর্মী গনের উদ্দেশ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগামী নির্বাচনকে সামনেরেখে আব্দুল কদ্দুস বলেন, দলের মধ্যে অনেক হাইব্রিড সুবিধালোভী অনুপ্রবেশ করেছে, যারা দলের মধ্যে বিভক্তি ও শৃঙ্খলা ভঙ্গের কারন হয়ে দাঁড়িয়েছে তাদেরকে চিন্হিত করে সবাইকে সজাগ থাকতে হবে।