নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ষড়যন্ত্রের শিকার কালীগঞ্জে ৫ সাংবাদিক
- আপডেট টাইম : ০৫:৫৭:৫০ অপরাহ্ণ, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ২০৯ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কালীগঞ্জে গত মঙ্গলবার পাঁচজন সাংবাদিক কিছু দর্নীতির খবর পেয়ে ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার স্বরনাপর্ন হন।সাংবাদিকরা উক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছে তথ্য জানতে চাইলে তিনি তথ্য গোপন করেন।
তিনি সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাঁধা প্রদান করেন ও তাদের নামে ভিত্তিহীন গাড়ীর তেল খরচ ও দুপুরের খাবারের জন্য অর্থ দাবি করার অভিযোগ করেন এবং নিজের ক্ষমতা বলে আইনের অপপ্রয়োগ করে সাংবাদিকদের তিনি তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন জরিমানা অনাদায়ে আরও ১৫ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন যাহা কোন ভাবেই সমুচিত নয় ।
উপরোক্ত বিষয়টির সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত পক্ষে যে বা যারা অপরাধের সাথে জড়িত তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা সাপেক্ষে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা নির্দোষ তারা যেন কোন ভাবেই হয়রানি বা ষড়যন্ত্রের শিকার না হন সে জন্য প্রসাশন ও আইনি বিভাগের প্রতি সকল গণমাধ্যম কর্মীদের অনুরোধ রইল।সময়ের অনুসন্ধান চলছে