বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন মহম্মদপুর ইউনিয়ন
- আপডেট টাইম : ০৪:২৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ১৩৯ ৫০০০.০ বার পাঠক
মাগুরার মহম্মদপুরে শনিবার (১৭ জুন) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুরর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশ নেয় মহম্মদপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম দীঘা ইউনিয়ন ফুটবল একাদশ।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তিন–শুন্য গোলে মহম্মদপুর ইউনিয়ন ফুটবল একাদশ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রামানন্দ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, সহকারি কমিকশনার (ভুমি) বাসুদেব কুমার মালো, মহম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মজিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুমিনুল ইসলাম, রেফারি এসোসিয়েশন মাগুরা জেলার সাবেক সাধারণ সম্পাদক কৃতি ফুটবলার মোঃ মুস্তাফিজুর রহমান নান্নু, প্রতিদ্বন্দ্বি দুই ইউপি’র চেয়ারম্যান ইকবাল আক্তার কাফুর উজ্জল ও চেয়ারম্যান মোঃ খোকন মিয়া এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন প্রমূখ উপস্থিত ছিলেন।