সংবাদ শিরোনাম ::
কুমিল্লার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের-সফল কার্যক্রম
মোঃ আলাউদ্দিন/ মোঃ দেলোয়ার
- আপডেট টাইম : ০৪:১৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ২৭১ ৫০০০.০ বার পাঠক
তথ্য মতে – মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর – স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত, মাদকের বিস্তার রোধে কাজ করছে – মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। তাঁরই ধারাবাহিকতায় কুৃমিল্লার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর – মাদক বিরোধী নানান কার্যক্রম পরিচালনা করছে। কুমিল্লার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের – সহকারী পরিচালক – চৌধুরী ইমরুল হাসান – দৈনিক সময়ের কন্ঠকে জানান – প্রতিটি উপজেলায় – তিনি – উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারদের নিয়ে – মাদক বিরোধী – সচেতনামূলক – সেমিনার, সাইক্লিং, শপথ বাক্য পাঠ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। গ্রাম পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী সহ – বিভিন্ন শ্রেনীর মানুষ এতে অংশগ্রহণ করেন। পূর্বের চেয়ে বর্তমান অবস্হা অনেক ভালো – মাদক বিরোধী অভিযানে ও উদ্ধারে। মাদক বিরোধী – অভিযান চলমান থাকবে – এও -জানান তিনি।
আরো খবর.......