কে এই সন্ত্রাস গোলাম মোস্তফা – দৈনিক সময়ের কন্ঠ এঁর – প্রকাশক সম্পাদককে – প্রান নাশের হুমকি দেয়
- আপডেট টাইম : ০৭:৪৯:৩৫ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ২৩১ ৫০০০.০ বার পাঠক
তথ্য মতে দৈনিক সময়ের কন্ঠ – অন্যায়ের বিরুদ্ধে কাজ করে ও সংবাদ প্রকাশ করে।
তাঁরই ধারাবাহিকতায় – গেলো কয়েকদিন আগে দৈনিক সময়ের কন্ঠে –
‘ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কে এই উজ্জ্বল মাদক ব্যাবসায়ী সাংবাদিকের ছদ্মবেশে ঘুড়ছে, – উক্ত শিরোনামে – সংবাদ প্রকাশ হয়। সংবাদের নিম্ন রুপ যথাক্রমে –
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা মাদকের স্বর্গরাজ্য, যেখান থেকে সারা বাংলাদেশে মাদক সাপ্লাই হয়, কসবা উপজেলার সেরা মাদক ব্যবসায়ীদের তালিকায় উজ্জ্বল একজন, কিন্তু সে প্রশাসনকে বোকা বানানোর জন্য সাংবাদিক পরিচয় দিয়ে মাদক ব্যাবসা চালাচ্ছে, কিন্তু সাংবাদিক হওয়ার – বাংলাদেশ প্রেস কাউন্সিলের যে আইন আছে সে আইন অনুযায়ী সে সাংবাদিক না। তাঁর ব্যাপারে খবর নিয়ে জানা যায় – ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে তাঁর নামে মামলা রয়েছে, মামলা নম্বর ২৩১ ( সিআর) , ধারা – ৩৮৫/৫০৬(২)৩৪, ঘটনার তারিখ ২৬/০৫/২০২৩ ইং ইংরেজি শুক্রবার, বাদীর নাম মোকলেস মৃধা পিতা – মৃত আব্দুল মোতালিব মৃধা সাং – শিমপুর ( মৃধা বাড়ী ), পোঃ শিকারপুর, থানা – কসবা, ব্রাহ্মণবাড়িয়া, উক্ত মামলায় আসামীদের নাম ও ঠিকানা – ১) আনোয়ার হোসেন উজ্জ্বল (৩৫), পিতা – বজলু মিয়া। ২) হালিমা বেগম(৩০), পিতা – বজলু মিয়া, উভয় সাং – শিকারপুর। উক্ত মাদক ব্যাবসায়ী উজ্জ্বলের জন্য – প্রকৃত সাংবাদিকরাও লজ্জিত, মাদক ব্যাবসায়ী আনোয়ার হোসেন উজ্জ্বলকে আইনের আওতায় এনে সাজা প্রদানের অনুরোধ জানান – কসবার সুশীল সমাজ, কসবা থানা পুলিশের প্রতি।
সংবাদটি প্রকাশের পর – ঢাকা মহানগরের মানবাধিকার কমিটির সাধারন সম্পাদক পরিচয় দিয়ে গোলাম মোস্তফা নামের এক ব্যাক্তি – দৈনিক সময়ের কন্ঠ সংবাদপএের – প্রকাশক ও সম্পাদককে – প্রান নাশের হুমকি দেয়। পরবর্তীতে মতিঝিল থানায় অভিযোগ করে – দৈনিক সময়ের কন্ঠের প্রকাশক ও সম্পাদক – জনাব বোরহান হাওলাদার জসিম। উক্ত দুষ্কৃতকারী – উজ্জ্বলকে ও গোলাম মোস্তফাকে – আইনের আওতায় এনে সাজা প্রদান করে – সংবাদপএের অবাধ সংবাদ প্রচারের সুযোগ করে দিতে অনুরোধ জানান – বাংলাদেশের সুশীল সমাজ – বাংলাদেশ পুলিশের প্রতি। কল রেকর্ড আছে চলবে