হোমনায় শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি জন্য এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে অভিভাবক ও মতবিনিময় সভা
- আপডেট টাইম : ০৩:১৫:০৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১৮৯ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় মুক্তিযোদ্ধা গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি জন্য এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে অভিভাবক ও মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার (১৬ ই জুন) সকাল ১০ টায় উপজেলার ভাষানিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অভিভাবক ও মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সাকিল মির্জা ও মো: নুরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন
বিদ্যালয়ের সভাপতি ও হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো: শহীদ উল্লাহ, অনুষ্ঠানের প্রধান অতিথি ৭ নং ভাষানিয়া ইউপি চেয়ারম্যান জনাব ছাদেক সরকার, উক্ত বিদ্যালয়ের সহ-সভাপতি মো: গোলাম মাওলা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আশিকুর রহমান ( সবুজ), সাবেক মেম্বার জনাব মোহাম্মদ আলী, বিদ্যালয়ের কমিটি সদস্য ও হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম,কমিটি সদস্য মো: জিল্লুর রহমান চৌধুরী, কমিটি সদস্য মো: জহিরুল ইসলাম, কমিটি সদস্য মো:শামীম আহম্মেদ, দাতা সদস্য মো: বশির আহম্মেদ, দাতা সদস্য মো :আক্তার হোসেন, দাতা সদস্য মো : তাইজুল ইসলাম, দাতা সদস্য মো রেজাউল চৌধুরী, অভিভাবক সদস্য নীলা দেব, হাজ্বী মো: জাকির হোসেন, মো: হাবিবুল্লাহ প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো: খায়রুদ্দিন দুললা, মো: তোহা, মো: মোজাম্মেল, মো : সেলিম মিয়া সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী , অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন
বক্তারা বলেন, একজন শিক্ষার্থী ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা দেখাশোনা করা হয় বিদ্যালয়ে । কিন্তু বাকি ১৬ ঘন্টা সে বাড়িতে থাকে। বিদ্যালয়ের চেয়ে শিক্ষার্থী বাড়িতে বেশি সময় পাচ্ছে।
সন্তানকে স্কুলে পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব-কর্তব্য শেষ নয়। সন্তান হোমওয়ার্ক ঠিক মতো করছে কিনা, (স্কুলের বাইরে) কোথায় কার সাথে মিশছে, কোনো খারাপ সঙ্গ তাকে ঘিরে ফেলেছে কিনা – এসব বিষয়ে সার্বক্ষণিক তদারকি ও নজরদারি করতে হবে অভিভাবককে। তাই শিক্ষার্থীকে বাড়িতে পড়ার বিষয়ে প্রত্যেক অভিভাবককে জোরদার চাপ দিতে হবে।