কিশোরগঞ্জে ৩৯ অটোরিকশাসহ গ্যারেজ আগুনে পুড়ে ছাই

- আপডেট টাইম : ০৪:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ৩০৪ ১৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের সদরের চরশোলাকিয়া বনানীর মোড় এলাকার একটি গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে ৩৯টি ব্যাটারিচালিত অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে মো. রানা মিয়ার গ্যারেজে এই অগ্নিকান্ডের ঘটনায় অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। ভোররাত পৌনে ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া বনানীর মোড় এলাকার মো. রানা মিয়ার গ্যারেজে হঠাৎ করেই আগুন লাগে। বিশাল আয়তনের গ্যারেজটিতে তখন কেউ ছিলেন না বলে জানা যায়। একমাত্র উপার্জনের অবলম্বন অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। ৩০টি দরিদ্র পরিবারে নেমে এসেছে চরম বিপর্যয়। ধার-দেনা করে কেনার পর অটোরিকশা চালিয়ে ও ভাড়া দিয়ে কোনরকমে চলতো পরিবারগুলো। এখন অটোরিকশা পুড়ে যাওয়ায় ধার-দেনা শোধ আর পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। আগুনের ভয়াবহ লেলিহান শিখা দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই গ্যারেজে থাকা ৩৯টি অটোরিকশাসহ গ্যারেজঘরটি পুড়ে ছাই হয়ে যায়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর গিফারী বলেন, বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে এ দূর্ঘটনা হয়েছে বলে মনে হয়। আমরা অনেক বৈদ্যুতিক তার পেয়েছি।