মহাদেবপুরে আন্তঃজেলা ভ্যান চোরের ২ সদস্য আটক

- আপডেট টাইম : ০৪:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ২৪৮ ৫০০০.০ বার পাঠক
নওগাঁর মহাদেবপুরে আন্তঃজেলা ভ্যান চোরের ২ সদস্য আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ। গত ১২ জুন সকাল ১০ ঘটিকার সময় মহাদেবপুর প্রধান ডাকঘরের সামনে পাকা রাস্তা হতে এক গরীব ভ্যান চালকের ব্যাটারি চালিত অটো ভ্যান চুরি হয়।ভ্যান চুরির বিষয়টি মহাদেবপুর থানা পুলিশকে জানানো হলে থানা পুলিশ চোরের সন্ধান পৃর্বক চোরাই ভ্যান উদ্ধারে তৎপর হয়।ভ্যান চোরের সিসি ফুটেজ সোস্যাল মিডিয়ায় দেয়া হলে সোস্যাল মিডিয়া এবং স্থানীয় সোর্সের সহযোগিতায় দুই জন কে (১৫ জুন)আটক করা হয়।আটকরা হলো,১ ইদ্রাকপুর গ্রামের মৃত সমসের আলীর ছেলে কামাল হোসেন(৪৫) ২ কুশারমুড়ি গ্রামের কাজেম উদ্দিনের ছেলে আরিফ হোসেন(৪০)।তাদের আটক করার সময় চোরাই ভ্যানের বিভিন্ন খোলা অংশ বিশেষ আসামীদ্বয়ের হেফাজত হতে উদ্ধার করা হয়।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান,ভ্যান চুরির বিষয়টি জানার পর থেকে আমরা অভিযানে ছিলাম। অভিযানে দুই জন কে আটক করে কোর্টে চালান দেওয়া হয়েছে তিনি আরো জানান অভিযান চলোমান থাকিবে।