গোবিন্দগঞ্জ “মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এই প্রতিপাদ্দে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
- আপডেট টাইম : ০৫:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ২৬০ ৫০০০.০ বার পাঠক
গোবিন্দগঞ্জে মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এই প্রতিপাদ্দে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গত এক সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি মধ্যদিয়ে পালিত হয়। এর মধ্য রয়েছে মা সমাবেশ, এএনসি ক্যাম্পেইন, শিশু রোগী ও তাদের মায়েদের জন্য পুষ্টি বার্তা প্রদান কর্মসূচি, প্রবীণ রোগীদের অসংক্রামক ব্যাধি স্ক্রিনিং, ফ্রী বøাড প্রেশার ও ডায়াবেটিস পরীক্ষা, হেল্থ কাউন্সিলিং ও পুষ্টি বার্তা প্রদান, জুম্মার বয়ানে পুষ্টি বিষয়ক বিশেষ আলোচনা, এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও পুষ্টিবার্তা প্রদানের ব্যবস্থা করা হয়। শিশু হতে ৫ম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের জন্য জাতির জনক বঙ্গবন্ধুর পুষ্টি ভাবনা বিষয়ক আড়ম্বরপূর্ণ বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য চারটি পর্যায়ে উপস্থিত বক্তৃতা ও পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগীতার অনুষ্ঠিত হয় এবং ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। ডা.জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজা-ই-মাহমুদ, মেডিকেল অফিসার ডা. নুসরাত, ডা.ইমরান হাসান, থানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব ইজার উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম পারভেজ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বোরজাহান কবীর, সহ ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।